টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভেঙ্গুলা ঝিনাই নদীতে, ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলন করার অভিযোগে ৩জনকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান। অভিযুক্তরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ীর উপজেলা বাসিন্দা সাইদুল ইসলাম, হেলাল উদ্দিন ও মো. শাহিন।
জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায়, অপরাধীদের ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমান আদালত। অভিযানকালে পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...