টাঙ্গাইলের ভূঞাপুরে নানা অজুহাতে এক বছর ধরে বিদ্যালয়ে আসেন না মোমেনা সুলতানা নামে এক স্কুল শিক্ষিকা। সে ভূঞাপুরের ৩২ নং বামনহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছে। কয়েক দফা ছুটি শেষে বিদ্যালয়ে যোগদান না করায় তার বিরুদ্ধে কোনো ধরণের ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তিনি ২০১০ সালে সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বরের ২১ তারিখ পর্যন্ত অসুস্থতার কারণ দেখিয়ে তিন দফায় ছুটির আবেদন করেন। গত সেপ্টেম্বর মাস থেকে চলতি মাস পর্যন্ত একদিনও বিদ্যালয়ে আসেননি তিনি। এনিয়ে গত ৩০ নভেম্বর বিদ্যালয়ে প্রধান শিক্ষক এক চিঠির মাধ্যমে উপজেলা শিক্ষা অফিস বরাবর তার অনুপস্থিতির বিষয়টি জানায়।
এরমধ্যে তিন দফার ছুটি শেষে দীর্ঘদিন সে বিদ্যালয়ে যোগদান না করায় তাকে গেল বছরের ২৭ ডিসেম্বর কারণ দর্শানোর নোটিশ দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এতে উল্লেখ করা হয়, পলায়নের জন্য তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না মর্মে ৭ দিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়।
এদিকে, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোমেনা সুলতানাকে একাধিবার মোবাইলে কল করলে তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘গত বছর ১ ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত শারীরিক অসুস্থতা দেখিয়ে তিন দফায় ছুটি ভোগ করেন। পরবর্তী চলতি ৩১ জানুয়ারি পর্যন্ত অনুপস্থিত সে। এরমধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও তিনি জবাব দেয়নি। চলতি মাসের ১৫/১৬ দিন আগে তাকে বিদ্যালয়ে যোগদানের কথা বলা হলেও সে বিদ্যালয়ে যোগদান করেনি।’
বিদ্যালয়ের সভাপতি রমজান আলী বলেন, ‘মোমেনা সুলতানা এক বছরে নানা অজুহাতে তিন দফায় ছুটির আবেদন করেছে। শুনেছি চতুর্থ বারের মতো ফের ছুটির আবেদন করেছেন। এতে তিনি ছুটি পাননি। বর্তমানে সে পলাতক রয়েছেন বলে জেনেছি। তিনি বিদ্যালয়ে না আসায় শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে। তার বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
উপজেলা শিক্ষা অফিসার এম.জি মাহমুদ ইজদানী বলেন, ‘মোমেনা সুলতানা অসুস্থতার জন্য গত বছর তিন দফায় ছুটির আবেদনের পর আবারও চতুর্থ দফায় চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির আবেদন করেছেন। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে।’
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক বলেন, ‘ওই শিক্ষিকার বিষয়ে অবগত রয়েছি। তার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...