বাসাইলে প্রতিপক্ষের হামলার ৪দিন পর চিকিৎসাধীন অবস্থায় জিদান হাসান দীপ্ত (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার ঢাকার পপ্যুলার হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত দীপ্ত উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের চাকদহ গ্রামের বিজিবি সদস্য জাহাঙ্গীরের ছেলে।
এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
নিহতের নানা দেলুয়ার হোসেন ও স্থানীয় সাবেক মেম্বার রফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার বিকালে বাসাইল বাজারে কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুত্বর আহত অবস্থায় ঢাকার পপ্যুলার হাসপাতালে আইসিইউ রাখা হয়। পরে বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহতের বাবা-মা হাসপাতালে আছে লাশ আনার প্রক্রিয়া করছে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ মাজহারুল আমিন জানান, মারা যাওয়ার খবর জানতে পারিনি। তবে মারামারির ঘটনায় মামলা দায়ের হওয়ার পর ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃত আসামী থানা এলাকার শাকিল আহমেদ ১ নাম্বার আসামী। এছাড়াও মির্জাপুর উপজেলার অনিক মিয়া ও বাসাইলের বেপারীপাড়ার আসাদুল ইসলাম আসাদকে আদালতে পাঠানো হয়েছে। শাকিল ও অনিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে মারামারিতে ব্যবহৃত অস্ত্রসহ আরও কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয় এবং তাদের নামে অস্ত্র আইনে আরেকটি পৃথক মামলা দেয়া হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...