ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত, আহত ১জন।
১৯জানুয়ারি (শুক্রবার) দুপুর সোয়া ১টা মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া বাজার আন্ডারপাস ওভার ব্রিজের উপর থেকে সিরাজগঞ্জ থেকে ঢাকা অভিমুখে যাওয়ার সময় প্রাইভেটকারে চাপায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে ছিটকে পরে নিহত হয় শিমুল নামের এক মোটরসাইকেল আরোহী যুবক ও তার সাথে থাকা ভোলা জেলার মফিজুরের ছেলে রাকিব আহত হয়। তাদের ২জনের বয়স আনুমানিক ৩০/৩২ বছর।
নিহতের লাশ গোড়াই হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে, আহত যুবককে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল জানান, নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। আহত যুবককে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...