টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাড়াগ্রাম মধ্যপাড়ার ৭৬ বছরের নিপেন্দ্র চন্দ্র দাসকে মারধর করার অভিযোগ দায়ের করেছে ঘাটাইল থানা আমলী আদালতে।
জানা যায়,গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ঘাটাইল উপজেলার পাড়াগ্রাম মধ্যপাড়া পাড়াগ্রাম মসজিদের ৫শত গজ পূর্ব দিকে নিখিল সরকারের বাড়ির সামনে নিপেন্দ্র চন্দ্র দাস বাড়ি যাওয়ার পথে স্থানীয় মৃত অনাথ বন্ধু সরকারের ছেলে সুশান্ত সরকার,রনজিত সরকারের ছেলে চন্দন সরকার,অতুল চন্দ্র দাসের ছেলে রবিদাস,মৃত নিখিল সরকারের ছেলে সুজন সরকার সহ অজ্ঞাত ৫ থেকে ৬ জন হঠাৎ করে তাকে মারধর শুরু করে। তখন সুশান্ত সরকার তার মাথায় হত্যা করার উদ্যেশে লাঠি দিয়ে আঘাত করে। অপর যারা ছিলেন তারা দেশীয় অস্ত্র নিয়ে নিপেন চন্দ্র দাসের পা ,গারে সহ শরীরে বিভিন্ন স্থানে লিলা ফুলা জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে নিপেন্দ্র চন্দ্র দাসকে হত্যা করার হুমকি দিয়ে তারা চলে যায়। পরে স্থানীয়রা টাঙ্গাইল জেনারেল হাসপালে চিকিৎসার জন্য নিয়ে আসে।বর্তমানে নিপেন্দ্র চন্দ্র দাস মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে।
নিপেন্দ্র চন্দ্র দাসের ছেলে মানিক চন্দ্র দাস বলেন,আমার বাবার সাথে পাশের বাড়ির লোকজনের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে সমস্যা চলছে, কিস্তু আমি চাকুরী করার সুবাধে বাহিরে থাকতে হয়। যার কারনে আসামী পক্ষরা সুবিধা পেয়ে আমার বাবাকে মারধর করেছে,আমি বাদী হয়ে টাঙ্গাইল কোর্টে মামলা করেছি,আমার বাবাকে যারা মেরেছে তাদের কঠিন বিচার চাই।
এবিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া বলেন,নিবার্চন নিয়ে ব্যস্ত ছিলাম। এখন অতি তাড়াতাড়ি আসামী আটক করা হবে।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...