টাঙ্গাইলের বাসাইলে জুমা’র নামাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ির পথে গাছের ডাল ভেঙে মাথা পড়ে মো. রাজ্জাক মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে এ ঘটনা ঘটে।
বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাজ্জাক মিয়া উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর গ্রামের মো. কুসুম মিয়ার ছেলে। তিনি বাসাইলের কোটিপতি মার্কেটে কাপড়ের ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জুমার নামাজ পড়ে মোটরসাইকেলে বাসার দিকে যাচ্ছিলেন রাজ্জাক মিয়া। পথিমধ্যে উপজেলা পরিষদ গেটের সামনে পৌঁছালে গাছের ডাল মাথায় পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত মেডিকেল অফিসার ডা. নাঈম আব্দুল্লাহ জানান, স্থানীয়রা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...