০৬:২৭ এএম | টাঙ্গাইল, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাইলে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৭ জুলাই ২০২১ | |
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাখছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ মিথ্যা দাবি করে প্রতিবাদ জানিয়েন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।  

শনিবার (১৭ জুলাই) দুপুরে বাসাইল প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, ‘উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠ ভরাট ও বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুর খনন এবং পাড় সংস্কারকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সাংবাদিক সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার হীন উদ্দেশ্যে আমার বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট পত্রিকা ও অনলাইন সংবাদ মাধ্যমে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 

তিনি আরও বলেন, ‘আমি দ্বিতীয়বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে বাসাইল-সখীপুরের মাননীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে বাসাইল উপজেলা একটি উন্নত বাসাইল গড়ার লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন কর্মকাÐ হাতে নিয়েছি। আমরা ২০১৯-২০২৪ এই পাঁচ বছরের মধ্যে বাসাইল উপজেলাকে একটি উন্নত বাসযোগ্য ও দৃষ্টিনন্দন আধুনিক বাসাইল গঠনের লক্ষ্যে পরিকল্পিত রূপরেখা প্রণয়ন করেছি। সেই মাষ্টার প্ল্যান অনুযায়ী বাসাইল কেন্দ্রীয় মাঠে আমরা একটি মিনি স্টেডিয়াম গঠনের পরিকল্পনা করেছি। যেখানে দুই পাশের্^ দর্শকদের জন্য গ্যালারী, একটি স্থায়ী মঞ্চ ও মাঠের চতুরদিকে স্থায়ী স্টীট লাইট স্থাপনসহ একটি সু-নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। 

তিনি বলেন, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুর খনন করে পুকুরের পাড় ভরাট করা হচ্ছে। সেখান থেকে ড্রেজার দিয়ে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠ ভরাটের কাজ চলছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন প্রিন্ট পত্রিকা ও অনলাইন সংবাদ মাধ্যমে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। ওই নিউজে আমার বিরুদ্ধে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন। 

এসময় উপস্থিত ছিলেন, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুর খনন ও পাড় সংস্কার কমিটির সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠ ভরাট কমিটির সভাপতি খান মোহাম্মদ জোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি