১২:৫০ পিএম | টাঙ্গাইল, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আদালতের স্থিতাবস্থা অমান্য

অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৭ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

মির্জাপুর উপজেলার গোড়াই মোমিননগর এলাকায় আদালতের স্থিতাবস্থা অমান্য করে ব্যক্তি মালিকানাধীন জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করছে একটি প্রভাবশালী মহল। একই সাথে ওই জমির মালিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। উপজেলার গোড়াই সোহাগপাড়া গ্রামের খোরশেদ আলম এসব অভিযোগ করেছেন। 

শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। 

অভিযোগকারী খোরশেদ আলমের পক্ষে তার ভাতিজা আবু সাদেক মোহাম্মদ মুসা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গোড়াই মোমিননগর মৌজায় ১২ শতাংশ জায়গায় ১৯৮৬ সালে প্রস্তাবিত মার্কেটের প্ল্যান অনুমোদন করে তারা মার্কেট, বাসা-বাড়ি নির্মাণ করে ভাড়াটিয়ার মাধ্যমে ভোগ দখল করছেন। তবে ওই জমিটি নিয়ে ২০০২ সালে মির্জাপুরের সিনিয়র জজ আদালতে বাটোয়ারা মামলা দায়ের করেন একই গ্রামের হুমায়ুন কবির। ২০১২ সালে ওই জমি জবর দখল করার চেষ্টা করেন তিনি। তখন খোরশেদ আলম স্থাপনা নির্মাণে স্থিতাবস্থা চেয়ে একই আদালতে আবেদন করেন। আদালত ২০১২ সালের ২৪ জানুয়ারি মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু সে নির্দেশ অমান্য করে হুমায়ুন কবির, শওকত আলী, সহিদুর রহমান, আব্দুল কাদের, আমছের আলী, আব্দুল মালেক ও খায়রুল ইসলাম বাবু অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে।

ওই জমি নিয়ে মির্জাপুর থানায় পাল্টাপাল্টি সাধারণ ডায়েরিও করা হয়। থানা থেকে তদন্ত কর্মকর্তা আদালতের মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত স্থাপনা নির্মাণ বন্ধের নির্দেশ দেন। 

আবু সাদেক মোহাম্মদ মুসা সংবাদ সম্মেলনে বলেন, হমায়ুন কবির গংরা আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছে। সেই সাথে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের নানাভাবে হয়রানি করছে। তাদের ভয়ে আমরা প্রায় ১২ দিন ধরে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।

অভিযোগ অস্বীকার করে হুমায়ুন কবির বলেন, এই জমি সংক্রান্ত কোন মামলাই করেননি তিনি। তার নিজ জমিতেই স্থাপনা নির্মাণ করছেন। এছাড়াও স্থাপনা নির্মাণাধীন ওই জমির উপর আদালতের কোন স্থিতাবস্থা নেই বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি