১১:৪৭ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরের কর্মহীন পরিবারের পাশে সরকার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১১ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাসের মহামারিতে টাঙ্গাইলের নাগরপুরে প্রায় ২৫ হাজার শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এসব শ্রমজীবী মানুষের সাহায্যে সরকার শুরু থেকেই পাশে রয়েছে। এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে উপজেলার ১৩ হাজার ৬০০ পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে বলে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। 

এর মধ্যে ১৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা ও ৬ শত শিশুকে শিশু খাদ্য বিতরন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, সরকারি ভাবে এ পর্যন্ত উপজেলায় ১৬২ মেট্রিকটন চাল ও ৭ লক্ষ ৯০ হাজার টাকা এবং শিশু খাদ্যের জন্য ২ লক্ষ ২৮ হাজার টাকা বরাদ্দ পেয়েছি। এর বাইরে আমাদের স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু কর্মহীন মানুষের সাহায্যার্থে ১৫ লক্ষ ৩৬ হাজার টাকা ও আরও দুই জন ব্যক্তি ১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। সরকারের সহায়তা ও সাংসদের সহায়তা নিয়ে আমরা এ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মহীন অটো চালক, সিএনজি চালক, গণপরিবহন শ্রমিক, পুস্তক বাধাই শ্রমিক, নির্মান শ্রমিক, কামার, কুমার, জেলে, দলিত সম্প্রদায়, বেদে ও তৃতীয় লিঙ্গের মানুষ সহ ১৩০০০ কর্মহীন ও নিম্ন আয়ের মানুষকে মানবিক সহায়তা প্রদান করেছি।

এছাড়া কর্মহীন পরিবারের ৬০০ শিশুকে শিশু খাদ্য উপহার স্বরুপ দিয়েছি। অন্যদিকে উপজেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। 

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান।

জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার সারা দেশে লকডাউন ঘোষণা করে জরুরি খাদ্য, ওষুধ ও কাঁচামাল পরিবহন ছাড়া সকল প্রকার যানবাহন বন্ধ ঘোষণা করে। এ ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও সামাজিক নিরাপত্তা বজায় রেখে চলাচলের নির্দেশনা দেয়। করোনা ভাইরাস রোধে সরকারের ঘোষণা বাস্তবায়নে মানুষ ঘরবন্দি হয়ে পড়ে। এতে এ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মহীন হয়ে পড়ে। সরকার লকডাউন ঘোষণার পর থেকে কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান শুরু করেন। এ ছাড়া খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১৩৫০০ পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত 

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি