১১:০৭ পিএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জেলা পরিষদ নির্বাচন-২০১৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ২ প্রার্থী

এস. এম শহীদ | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৫ ডিসেম্বর ২০১৬ | | ৫০৭৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ১৩ ও ১৪ নম্বর সাধারন ওয়ার্ডের সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আর কোন প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

১৩ নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি ও ১৪ নং ওয়ার্ডে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।

জানা যায়, রোববার বিকেলে রিটার্নিং অফিসার ও টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন এর কার্যালয়ে জেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়। এতে চেয়ারম্যান পদে দুইজন সহ মোট ৬৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। সেই তালিকায় মধুপুর ও ধনবাড়ীর আওয়ামী লীগ মনোনিত র্প্রাথীরা রয়েছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়ার্ড দু’টিতে আর কোন প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তবে প্রার্থীতা প্রত্যাহার করার দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আনুষ্ঠানিকভাবে তারা নির্বাচিত হওয়ার ঘোষণা পাবেন।

তিনি আরও জানান, জেলায় শুধু ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডেই তারা পৃথকভাবে একক প্রার্থী রয়েছে।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া প্রার্থী খন্দকার শফিউদ্দিন মনি ও বদিউল আলম মঞ্জু কে দলীয় নেতাকর্মিরা অগ্রিম অভিনন্দন ও শুভেচ্ছা দেয়া শুরু করায় তারাও ধন্যবাদ জানাচ্ছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, মধুপুর উপজেলার মধুপুর পৌরসভা, শোলাকুড়ি, ফুলবাগচালা, অরণখোলা, বেরিবাইদ, কুড়াগাছা, মির্জাবাড়ী ও গোলাবাড়ী ইউনিয়ন নিয়ে ১৩ নম্বর ওয়ার্ড গঠিত। এছাড়া ১৪ নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত ধনবাড়ী উপজেলার ধনবাড়ী পৌরসভা ও বীরতারা, বানিয়াজান, পাইস্কা, ধোপাখালী, যদুনাথপুর, মুশুদ্দী ও বলিভদ্র ইউনিয়ন।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি