০৩:৩৩ এএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মিথ্যা অভিযোগের বিরুদ্ধে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে কম্পিউটার ডিপ্লোমা সনদ জাল বলে তোলা অভিযোগকে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খাদেমুল ইসলাম। 

বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ প্রতিবাদ জানান। 
 
সংবাদ সম্মেলনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খাদেমুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, কলেজের নিয়োগ বাণিজ্যসহ অন্যান্য আর্থিক সুবিধা ভোগ করতে না পারায় একটি মহল ক্ষিপ্ত হয়ে উঠেছে। তারা বিভিন্ন সময় সাজানো, বানোয়াট ও মিথ্যা অভিযোগ তুলে আমাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আমার কম্পিউটার ডিপ্লোমা সনদ জাল বলে অভিযোগ তোলা হয়েছে। অথচ ২০১১ সালে হেমনগর ডিগ্রি কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের অডিট সম্পন্ন হয়েছে। সেখানে সকল সনদপত্র যাচাই-বাছাই হয়েছে। কিন্তু সনদপত্রের কোন ত্রুটি ধরা পড়ে নাই। শুধুমাত্র আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই এসব অভিযোগ তোলা হয়। সনদ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি কলেজের বর্তমান সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের নিটক জমা দেয়া আছে।  মো. খাদেমুল ইসলাম বলেন, আমার উপর বিভিন্ন সময় জুলুম, নির্যাতনের বিরুদ্ধে সুবিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছি। আশা করি আমি সুবিচার পাবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খায়রুল ইসলাম, হেমনগর ডিগ্রি কলেজ কৃষি বিভাগের সহকারি অধ্যাপক মো. আজমত আলী, সহকারি অধ্যাপক অলোক কুমার দাস, মো. আলছান আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলম, হেমনগর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক তালহা মোমেন পরাগ, হেমনগর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ হাসান,সহ-সভাপতি সজীব আহম্মেদ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি