০৭:২৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

মো. ইউনুস আলী | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় চলতি রোপা আমন মৌসুমে এবার ধানের বাম্পার ফলন হয়েছে। ক্ষেতগুলোতে বাতাসে দুলছে ধানের শীষ। মাঠে-মাঠে রোপা আমন ধানের শীষ দেখে কৃষকের মুখে ফুটেছে উজ্জ্বল হাসি। নজর কাড়ছে রোপা আমন ধানের ক্ষেত। কৃষকের কাঙ্খিত স্বপ্নের এ ক্ষেতে আশাতীত ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, দিগন্ত জোড়া মাঠ সেজেছে সবুজ ও হলুদ রংয়ে। ধানের গন্ধে ভরে উঠছে গ্রামীণ জনপদ। মাঠজুড়ে কৃষকের ফলানো সোনারং ধানের ছড়াছড়ি। বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের পরও চলতি মৌসুমে রোপা আমন ধানের বাম্পার ফলন এবং প্রতি বিঘায় অতন্ত ১৫ থেকে ১৭ মণ ধান উৎপাদন হবে এমন আশা করছেন এ উপজেলার কৃষকরা। 

এ সময় কৃষক ও দিন মজুররা দলবদ্ধভাবে জমিতে ধান কাটার ব্যস্ত সময় পার করছেন। তাদেরকে নানাভাবে সাহযোগিতা করছেন তাদের পরিবারের অন্য সদস্যরাও। ইতিমধ্যে আগাম ধান কাটা-মাড়াইয়ের কাজ চলছে।

ধনবাড়ী উপজেলার কয়ড়া গ্রামের কৃষক আজহারুল ইসলাম জানান, এ বছর আট বিঘা জমিতে আমন ধান আবাদ করেছি। এখন পর্যন্ত ধানের কোনো ক্ষতি হয়নি। এমন সুন্দর ধানের ফলন দেখে মনটা খুশিতে ভরে উঠেছে। এ বছর সার ও বিদ্যুতের কোনো সংকট না থাকায় খুবই ভালো ফলনের আশা করছেন তিনি। 

চাতুটিয়া গ্রামের কৃষক মতিয়ার রহমান মতু জানান, এবার ধানের ভালো ফলন হয়েছে। গতবারের তুলনায় আমি এবার আশানুরুপ ভালো ফলন পাচ্ছি। তবে নিচু জমিগুলেতে ৮ থেকে ১০ দিনের মধ্য পুরো দমে শুরু হবে ধান কাটা।

বাজারে ধানের পর্যাপ্ত মূল্য না থাকায় হতাশাও প্রকাশ করেছেন কৃষকরা। তাদের দাবি, বাজারে বর্তমানে ধান ৬৩০ থেকে ৬৭০ টাকাদরে কেনাবেচা চলছে। ধানের মূল্য কমপক্ষে ১ হাজার টাকা যেন থাকে সে ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। এক বিঘা জমিতে ধান উৎপাদনে যে পরিশ্রম আর ব্যয় করা হয়, সে তুলনায় ধানের মূল্য পাচ্ছেন না কৃষকরা। ফলে ধান চাষের আগ্রহও হারিয়ে ফেলছেন অনেক কৃষক। বর্তমান সরকার যেমন করে সার-বীজ, কীটনাশক ও বিদ্যুতের ঘাটতি মিটিয়েছে, তেমনই ধানের সঠিক মূল্য নির্ধারণ করলে প্রন্তিক কৃষকদের দুঃখ-দুর্দশা ঘুচবে এমনটাই প্রত্যাশা তাদের।

ধনবড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, ধনবাড়ী উপজেলা একটি কৃষি প্রধান অঞ্চল। উপজেলায় এবার কৃষকরা ১০ হাজার ১'‘শ ১০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করেছেন। অধিকাংশ জমিতে কৃষক  ধানী গোল্ড, তেজ, উপশী, হাইব্রিড-ব্রি- ১১, ৩৪, ৪৯, ৫১, ৭১, ৭৫, ৮৭ ও বিনা- ১৭ এবং স্থানীয় জাতের রোপা আমন ধান রোপন করেছেন। অনেক জমিতে পোলাওয়ের ধান হিসেবে পরিচিত সুগন্ধি খিরসাপাত ও কালিজিরা ধান চাষ করছেন। সুগন্ধি ধানের বাজার মূল্য সব সময় বেশি। বর্তমানে মাঠে-মাঠে ধান পাকতে শুরু করেছে। এবার ধানের রোগবালাই নেই বললেই চলে। কৃষকেরা আগাম ব্যবস্থা নেওয়ায় কোন রোগবালাই ছড়িয়ে পড়েনি। কৃষকরা অনেক আশা ভরসা নিয়ে নতুন উদ্যোমে অধিক পরিমাণ জমিতে আমন ধান চাষ করেছেন।

ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহবুবুর রহমান জানান, চলতি মৌসুমে এ উপজেলায় ১০ হাজার ১'‘শ ১০  হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। কৃষকরা তাদের কাঙ্খিত ফসল এবার অর্জন করতে পারবে। আবহাওয়া অনুকূলে থাকায় কোন ক্ষতি হয়নি। কৃষকরা যেন ভালোভাবে ফসল উৎপাদন করতে পারে তার জন্য আমাদের কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা ফসলী মাঠে গিয়ে নানা ধরন পরামর্শ দিয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য ৭ একর জমিতে বীজতলা তৈরী করে চারা উৎপাদন করে উপজেলার ৪২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি