০৪:৩৯ পিএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ব্যয় প্রায় ১২ কোটি

এলেঙ্গা-পুরাতন ভূঞাপুর সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬ | | ১৩২৯
, টাঙ্গাইল :

বহুল প্রতিক্ষিত টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উপ-শহর এলেঙ্গা-পুরাতন ভূঞাপুর সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ত্বরে নির্মাণ কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার

এর আগে বাসস্ট্যান্ড চত্ত্বরে এলেঙ্গা পৌরসভা কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার তাঁর বক্তব্যে বলেন, এলেঙ্গা-পুরাতন ভূঞাপুর সড়ক নির্মাণ এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। আজ তা পূরণ হতে যাচ্ছে। সড়কের দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক বাতিসহ এই সড়কটি একটি মডেল সড়ক হিসেবে রূপান্তরিত হবে। সড়কটি নির্মাণ কাজ শেষ হলে এলেঙ্গা পৌরসভা আরেক ধাপ এগিয়ে যাবে।

তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ পথ হারাবে না বাংলাদেশ।

এলেঙ্গা পৌরসভার মেয়র শাফি খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার মিজানুর রহমান মজনু, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, টাঙ্গাইল উত্তরের ট্রাফিক ইন্সপেক্টর (টি.আই) শহিদুল ইসলাম, এলেঙ্গা বণিক সমিতির সভাপতি মোতলেব সিকদার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার প্রমূখ।

এসময় টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খাদেমুল ইসলাম মাস্টার, এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র আব্দুল বারেক, কাউন্সিলর আব্দুল আজিজ, চাঁন মাহমুদ সরকার, আবুল কাশেম, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল হোসেন, নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেড় কিলোমিটার এলেঙ্গা-পুরাতন ভূঞাপুর সড়কের দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা ও সড়কবাতিসহ সড়কটির নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ কোটি। আগামী বছরের সেপ্টেম্বর মাসে সড়কটির নির্মাণ কাজের শেষ হওয়ার কথা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

‘ফসলের নিবিড়তা ও উৎপাদন বাড়াতে কাজ করা হচ্ছে’ গোপালপুরে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক  টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলা সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির নেতা-নেত্রী বহ গোপালপুরে জিপিএ ৫ পেয়ে চমকে দিলো জমজ দুই ভাই মির্জাপুরে সাপের কামড়ে ২ গৃহবধুর মৃত্যু টাঙ্গাইলে ৪৮তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত নাগরপুরে হেভিওয়েট প্রার্থী না থাকায় জমেনি উপজেলা নির্বা পৌলী নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় ৩ জনকে কারাদণ্ড রোগী দেখে জরিমানা গুণলেন ওষুধ বিক্রেতা মাসিক কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বিষয়ক (ইডিজি মাভাবিপ্রবিতে জালালাবাদ এসোসিয়েশন সভাপতি অয়ন-সম্পাদক নাগরপুরে কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রচারণায় এগিয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি