০৬:১২ এএম | টাঙ্গাইল, সোমবার, ৬ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৪ চেয়ারম্যান প্রার্থীসহ ২১ জনের মনোনয়নপত্র বাতিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলে ১২টি উপজেলার ১৮২ জন প্রার্থীর মধ্যে ২১ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এদের মধ্যে ৪ জন চেয়ারম্যান, ১১ জন ভাইস চেয়ারম্যান ও ৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

বুধবার মনোনয়ন যাচাই বাছাই শেষে এসব প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ৩ উপজেলার কোন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।

গত সোমবার টাঙ্গাইলে ১২টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে ৫৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৭১ জন ভাইস চেয়ারম্যান ও ৫৮ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মধুপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। তাদের মধ্যে মধুপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম এর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

ধনবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। ধনবাড়ী উপজেলার কোন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। 

গোপালপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে। 

ভূঞাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম তালুকদার, একে হাবিবুল্লাহ এর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

ঘাটাইল উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। ঘাটাইলে কোন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়নি।

কালিহাতী উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। তাদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী চায়না আক্তার এর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। তাদের মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আকরাম হোসেন কিসুল, মো. আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী কামরুন্নাহার, শাহিন আরা মিষ্টু, ফাহমিদা আনছারী এর মনোনয়ন বাতিল করা হয়েছে।

দেলদুয়ার উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। তাদের মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা, আব্দুল আলীম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লায়লা আজাদ এর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

নাগরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। তাদের মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমান খান, ফরিদুর রহমান, কহিনুর হোসেন, হুমায়ুন কবির, মোহামিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দিলরুবা এর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

মির্জাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। মির্জাপুরে কোন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়নি।

বাসাইল উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। তাদের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ নিজামুল ইসলাম এর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

সখীপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। তাদের মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী ডিএম শরীফুল ইসলাম এর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার এইচ এম কামরুল ইসলাম বলেন, ২৫০ জন ভোটারের স্বাক্ষরসহ বিভিন্ন কারণে ৪ জন চেয়ারম্যান, ১১ জন ভাইস চেয়ারম্যান ও ৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

উল্লেখ্য, এ উপজেলায় চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।

আপনার মন্তব্য লিখুন...

কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত মির্জাপুরে বিল থেকে কঙ্গাল উদ্ধার এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অ গোপালপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধসহ আটক ১ নাগরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে এমপি শুভর নলকুপ স্থা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি