০৬:১২ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে গ্রেফতার ও সাজা হলেও থেমে নেই মাদক ব্যবসা

কে এম মিঠু, গোপালপুর থেকে | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ জুন ২০১৬ | | ২৪১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় বিভিন্নœ মেয়াদে সাজার ব্যবস্থা করলেও থেমে নেই মাদক ব্যবসা।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জলিল জানান, সমাজ ও দেশ ধ্বংসের প্রধান কারণ মাদক। উপজেলার বিভিন্ন পয়েন্টে যে সকল মাদক ব্যবসায়ী গোপনে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ মাদকাসক্তদের হাতে বিভিন্ন রকম মাদকদ্রব্য তুলে দিচ্ছে বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা তাদেরকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।

চলতি বছরের গত মে মাসে ১১২টি জিআর, সিআর, সাজা ও গ্রেফতারি পরোয়ানাসহ হিরোইন ও ইয়াবাসহ বেশ কিছু মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে বিভিন্ন ধারায় ও মেয়াদে সাজা প্রদান করায় বর্তমানে উপজেলার বেশ কিছু এলাকা মাদকমুক্ত ও পরিবেশ স্বাভাবিক হয়েছে বলে দাবি করেন তিনি।

সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে গোপালপুর থানা পুলিশ সোচ্চার এবং এ সাঁড়াশি অভিযান অব্যহত আছে ও থাকবে বলেও জানান তিনি।

উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী বলেন, মাদকের বিষাক্ত ছোবলে যখন উপজেলার বিভিন্ন পয়েন্ট আক্রান্ত তখন গোপালপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জলিল যোগদান করে স্থানীয় এলাকাবাসী, জনপ্রতিনিধি, সুশিলসমাজ ও কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে উপজেলার বিভিন্ন বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও থানা প্রাঙ্গণে একাধিকবার মাদকসহ সামাজিক অপরাধ বিরোধী সভা আহ্বান করে নানা পরামর্শ ও আলাপচারিতার মাধ্যমে সবাইকে অপরাধমূলক কাজ থেকে বিরত থাকতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। যার ফলাফল ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি।

উল্লেখ্য, গত মে মাসে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ মামলায় ৫ জনকে সরাসরি ও ৮ জন মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করে গোপালপুর থানা পুলিশ।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি