০৫:৪৪ এএম | টাঙ্গাইল, সোমবার, ৬ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘন কুয়াশায় যানবাহন চলাচল ব্যাহত

৫ ঘন্টা বন্ধ থাকার পর বঙ্গবন্ধু সেতুর টোল চালু

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭ | | ৯১৪
, টাঙ্গাইল :

ঘন কুয়াশার কারনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানচলাচল বন্ধ থাকার প্রায় ৫ ঘন্টা পর যানচলাচল শুরু হয়েছে।

বুধবার ভোররাত থেকে মহাসড়কের বিভিন্ন এলাকায় যানচলাচল স্থবির হয়ে যায়। পরে দিন বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব কমে গেলে সেতু দিয়ে পরিবহন চলাচল শুরু হয়। ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত টোলপ্লাজায় পরিবহন থেকে টোল আদায় বন্ধ থাকে। সেতু দিয়ে পরিবহন চালু হওয়ার আগমুহুর্তে মহাসড়কে পরিবহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়।

সরেজমিনে বঙ্গবন্ধু সেতু এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের সহকারি প্রকৌশলী মো. ওয়াশিম আলী জানান, ঘন কুয়াশার কারনে ভোর থেকে সেতু দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করা হয়েছিল। কুয়াশা কমে যাওয়ার পর সকাল সাড়ে ৯টার পর সেতুতে টোল আদায় শুরু হয়।

জানা গেছে, বুধবার ভোরে সেতুর উপর কয়েকটি স্থানে দূর্ঘটনা ঘটনা ঘটে। তবে দূর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ভোররাত ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সেতুর দুই পাড়ে পরিবহনের দীর্ঘ দেখা গেছে। পরিবহন চলাচল না করায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পুলিশ।

উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ট্রাক চালক মিজানুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই সেতুর পূর্বপাড়ে ঘন কুয়াশার কারনে মহাসড়কের পরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে। প্রায় চারঘন্টা ধরে সেতুপূর্বপাড়েই বসে আছি।

এরশাদ নামের আরেক চালক জানান, কুয়াশার কারনে গাড়ি চালানো যাচ্ছে না। এছাড়া বঙ্গবন্ধু সেতুর উপর কয়েকটি দূর্ঘটনার কারনে আরো ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বঙ্গবন্ধু সেতুপূর্র্ব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আছাবুর রহমান জানান, বুধবার ভোররাত থেকেই ঘন কুয়াশার কারনে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। ফলে সেতুর দুই পাড়ে পরিবহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।

এছাড়া ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সেতুর পূর্ব ও পশ্চিম টোলপ্লাজায় টোল আদায় বন্ধ রেখেছিল সেতু কর্তৃপক্ষ। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে কুয়াশা শেষ হলেই যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আপনার মন্তব্য লিখুন...

কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত মির্জাপুরে বিল থেকে কঙ্গাল উদ্ধার এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অ গোপালপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধসহ আটক ১ নাগরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে এমপি শুভর নলকুপ স্থা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি