০২:৩৯ এএম | টাঙ্গাইল, রোববার, ৫ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ মিছিল

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৭ জুলাই ২০১৭ | | ৩৯১১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির উদ্যোগে পৌর শহরে আনন্দ মিছিল হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কমিটির সভাপতি মীর আসিফ অনিক ও সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে বাদ্যযন্ত্রসহ শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় শেষ হয়। 

এসময় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মীর আসিফ অনিকের সভাপতিত্বে বক্তৃতা করেন, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য রিফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাজিদুর রহমান, মির্জাপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সজিব মিয়া, মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মো. সাদিকুর রহমান, বিপ্লব মিয়া, পৌর ছাত্রলীগের সহসভাপতি নোমান শিকদার, জামুর্কী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ভাতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব মিয়া, তরফপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি শাহিন মিয়া, মহেড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ডলার মিয়া, বাঁশতৈল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহাবুব হোসেন, গোড়াই ইউনিয়ন পশ্চিমের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, মির্জাপুর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিপন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় উপজেলা যুবলীগের আহবায়ক মো. সেলিম শিকদার, উপজেরা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, জেলা যুবলীগের সহসম্পাদক মীর মঈন হোসেন রাজীব, যুবলীগ নেতা আলমগীর মৃধা উপস্থিত ছিলেন।

নব গঠিত উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিলে বিভিন্ন ইউনিয়ন, পৌর ও কলেজ ইউনিট শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহস্রাধিক ছাত্রলীগ নেতাকর্মীরা স্বতস্ফুর্ত অংশ গ্রহন করে সাধুবাদ জানায়।

উল্লেখ, গত রবিবার টাঙ্গাইল জেলা ছাত্রলীগ মীর আসিফ অনিককে সভাপতি ও শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করে।

আপনার মন্তব্য লিখুন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি