০৫:০৭ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অনিক সভাপতি, শরীফ সম্পাদক

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩ জুলাই ২০১৭ | | ৭১৮৭
, টাঙ্গাইল :

জেলা আহ্বায়ক কমিটির সদস্য মীর আসিফ অনিককে সভাপতি ও পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার বিকেলে টাঙ্গাইল জেলা আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেলসহ জেলা কমিটির পাঁচ যুগ্ম আহবায়ক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির ঘোষণা করা হয়।

জেলা কমিটির পাঁচ যুগ্ম আহবায়ক যথাক্রমে তানভীরুল ইসলাম হিমেল, রনি আহমেদ, শফিউল আলম মুকুল, রাশেদুল হাসান জনি ও শামিম আল মামুন।

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে আগামী এক বছরের জন্য নতুন এই ঘোষণা করা হলো বলে বিজ্ঞপ্তিতে উলে­খ করা হয়েছে।

নতুন কমিটিতে মো. সাদ্দাম হোসেন সহ সভাপতি, মীর তানভীর যুগ্ম সাধারণ সম্পাদক ও দেওয়ান মাজিদুর রহমান মনিরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এদিকে কমিটি ঘোষণার পর মির্জাপুর উপজেলা ছাত্রলীগের নতুন সভাপতি মীর আসিফ অনিক, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সহ-সভাপতি সাদ্দাম হোসেনসহ কমিটির সদস্যরা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের যে উন্নত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন, মির্জাপুর উপজেলা ছাত্রলীগ সেই লক্ষ্য বাস্তবায়নে সর্বাত্বক ভূমিকা পালন করবে। তারা তাদের উপর অর্পিত দায়িত্ব জীবন দিয়ে হলেও অক্ষরে অক্ষরে পালন করে যাবে বলেও জানান।

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের দায়িত্ব পাওয়ায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ফারুক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, টাঙ্গাইল জেলা যুবলীগের সহ সভাপতি খান আহমেদ শুভ ও জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল সহ সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নতুন কমিটির নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ২০১৪ সালের খন্দকার নাঈম হোসেনকে সভাপতি ও মো. আওলাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তবে উক্ত কমিটির নিষ্ক্রিয় কার্যক্রম ও সাধারণ সম্পাদক বিয়ে করায় সে কমিটি ভেঙ্গে দিয়ে নতুন এ কমিটি গঠন করা হয়েছে বলে জেলার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি