১১:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অভিভাবককে লাঞ্চিত করার অভিযোগ

টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-মানববন্ধন

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৫ এপ্রিল ২০১৭ | | ৮৫১৭
, টাঙ্গাইল :

সহপাঠীর অভিভাবককে লাঞ্চিত করার অভিযোগ এনে শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে টাঙ্গাইল টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার সকালে ইন্সটিটিউটের ভিতরে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন করে তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় তারা জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মাহবুব হোসেন এর হাতে স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলে, দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠানের ইন্সস্ট্রাকটর খাদেম জিলানী বিভিন্ন ভাবে শিক্ষার্থীদের মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। গত ২৮ মার্চ প্রতিষ্ঠানের ২য় বর্ষের ৪র্থ পর্বের শিক্ষার্থী মিলন ৩ দিন ক্লাশে অনুপস্থিত থাকার কারণে তার বাবাকে ডেকে এনে তিনি শিক্ষার্থীদের সামনে তাকে লাঞ্ছিত করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, মিলনের বাবা রাজমিস্ত্রীর কাজ করায় তাকে অবজ্ঞা করে ওই শিক্ষক মিলনকে লেখাপড়া বাদ দিয়ে রাজমিস্ত্রির কাজে লাগানো পরামর্শ দেন। মিলনের টাঙ্গাইল টেক্সটাইলে পড়ার কোন যোগ্যতা নেই বলেও সাফ জানিয়ে দেন শিক্ষক খাদের জিলানী।

শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত ওই শিক্ষক প্রতিনিয়ত শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার ভয় দেখান। ফলে আমরা শিক্ষার্থীরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছি।

এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষকে বার বার অবহিত করা হলেও কলেজ প্রশাসন কোন উদ্যোগ গ্রহন করেনি বলেও শিক্ষার্থীরা অভিযোগ করেন।

পরে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন স্মারকলিপি পেয়ে শিক্ষার্থীদের ঐ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত লিখিতভাবে জানানোর নির্দেশ দেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও শিক্ষার্থীদের জানান।

এব্যাপারে টাঙ্গাইল টেক্সটাইল ইন্সটিটিউটের অধ্যক্ষ এনামুল হক বলেন, ছাত্র-শিক্ষকের ভুল বুঝাবুঝির কারনে এ ঘটনা ঘটেছে। তবে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে আলোচনা করেই সমাধান করা হবে।

 

আপনার মন্তব্য লিখুন...

মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি