টাঙ্গাইল জেলা জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এউপলক্ষে সোমবার(১২ ফেব্রুয়ারি) সংগঠনের জেলা ইউনিট কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য অফিসার তহলিমা জান্নাত।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি আবুল কালাম সিদ্দিকী নিপু, এনামুল হক দীনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আরমান কবির সৈকত, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সবুজ সরকার, অর্থ সম্পাদক আব্দুল মোতালেব, মানবাধিকার সম্পাদক উজ্জ্বল মিয়া, যুগ্ম-আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রমজান আলী, যুগ্ম-ধর্ম বিষয়ক সম্পাদক শুভ সাহা, সহ-দপ্তর সম্পাদক সাগর আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুল।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...