টাঙ্গাইলের মধুপুরে কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে এক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন। এতে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা।
অন্যান্যে অতিথিদের মধ্যে বক্তব্য দেন মধুপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নূরুন্নবি শিহাব, শরীর চর্চা ও ক্রীড়া শিক্ষক আব্দুস সামাদ প্রমূখ।
অনুষ্ঠানে ১১টি ইউনিয়নের মহিলা অধিদপ্তরের ব্যবস্থাপনায় গঠিত কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা সঙ্গিত, নৃত্য, চিত্রাঙ্কন, আবৃত্তি, দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন।পরে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...