টাঙ্গাইলের মধুপুরে ইউপি সদস্য (মেম্বার ফোরাম) এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার মেম্বার ফোরাম এর আয়োজনে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের অন্তর্ভুক্ত দোখলা চুনিয়া কটেজে দিন ব্যাপী এ বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।
বনভোজন অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিনত হয়। এ মিলন মেলায় ছিল দিন ব্যাপী নানা ধরনের খেলার আয়োজন। দুপুরের খাবারের পর মেম্বার ফোরাম এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোকদিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, গোলাবাড়ি ইউপি সদস্য মো. সোহেল রানা, আউশনারা ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, কুড়াগাছা ইউপি সদস্য মোফাজ্জল হোসেন, মির্জাবাড়ী ইউপি সদস্য বকুল হোসেন, গোলাবাড়ী ইউপি সদস্য সাত্তার মিয়া,অরণখোলা ইউপি সদস্য প্রবির, ফুলবাগচালা ইউপি সদস্য আ: হামিদ এর উদ্যোগে এ মেম্বার ফোরাম গঠিত হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য মধুপুর উপজেলার মোট ১১ টি ইউনিয়ন পরিষদের ৯৯ জন ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের মোট ৩৩ জন ইউপি সদস্য সহ মোট ১৩২ জন সদস্য নিয়ে এ মেম্বার ফোরাম গঠিত হয়েছে। এ মিলন মেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এডভোকেট মো. ইয়াকুব আলী, যুগ্ম সম্পাদক ডাঃ মীর ফরহাদুল আলম মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, ভাইস চেয়ারম্যান হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খন্দকার সামছুল আরেফীন শরিফ, পৌর যুবলীগের আহবায়ক শিমুল মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে, জেলা মহিলা লীগের সদস্য রুবি নিগার। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...