০৩:৩৫ পিএম | টাঙ্গাইল, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলের ৮ আসনে ভোট গ্রহণ শুরু, ভোটার কম

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ত‌বে সকা‌লের দি‌কে কেন্দ্রগু‌লো‌তে ভোটার উপ‌স্থিতি তেমন নেই। দুই একজন ক‌রে ভোটার কে‌ন্দ্রে গি‌য়ে ভোট প্রয়োগ কর‌ছেন। 

রোববার (৭ জানুয়া‌রি) সকাল ৮ টা থেকে এক হাজার ৫৬ টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে।

শনিবার (৭ জানুয়া‌রি) ব্যালট পেপার ব্যতিত সকল সরঞ্জামাদী পাঠানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় কঠোর নিরাপত্তায় ভোটের দিন ভোরে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক। এ আসনে শক্ত কোন প্রতিদ্বদ্বী প্রার্থী না থাকায় তিনি অনায়াসে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ আসনের অন্য প্রতিদ্ব‌দ্বি প্রার্থীরা হচ্ছেন- বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী খন্দকার আনোয়ারুল হক (ট্রাকগাড়ি), কৃষক শ্রমিক জনতা লীগের ফারুক আহাম্মেদ (গামছা) ও জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আলী (লাঙ্গল)। 

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে নৌকার প্রার্থী তানভীর হাসান ছোট মনির এমপি। তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পদত্যাগকারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার। ভোটের হিসাবে একই দলের এ দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এ আসনের অন্য প্রার্থীরা হচ্ছেন- গণফ্রন্টের গোলাম সরোয়ার (মাছ), বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ রেজাউল করিম (ডাব), ন্যাশনাল পিপলস পার্টির মো. সাইফুল ইসলাম (আম) ও জাতীয় পার্টির মো. হুমায়ুন কবীর তালুকদার (লাঙ্গল)।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের নৌকা পতীকের প্রার্থী অধ্যাপক ডা. কামরুল হাসান খান। তার শক্তিশালী প্রতিদ্বদ্বী সাবেক সংসদ সদস্য ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খানা রানা। টাঙ্গাইল শহরের কথিত ‘খান পরিবার’-এর বড় ছেলে তিনি। এ আসনে অন্য প্রার্থীরা হচ্ছেন- জাতীয় পার্টির মো. আব্দুল হালিম (লাঙ্গল), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মো. জাকির হোসেন (নোঙ্গর), বাংলাদেশ সাম্যবাদী দলের(এমএল) মো. সাখাওয়াত খান সৈকত (চাকা) ও ন্যাশনাল পিপলস্ পার্টির মো. হাসান আল মামুন সোহাগ(আম)। 

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ট্রাকগাড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সাবেক সদস্য ও পাঁচ বারের এমপি আবদুল লতিফ সিদ্দিকী। এখানে লতিফ সিদ্দিকীর প্রধান প্রতিপক্ষ তারই রাজনৈতিক সহযোদ্ধা কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৌকার প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার। আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী হেভিওয়েট প্রার্থী লতিফ সিদ্দিকীর পক্ষে অবস্থান নেওয়ায় নৌকার প্রার্থী কোণঠাসা হয়ে পড়েছেন। এ আসনের অন্য প্রার্থীরা হচ্ছেন- প্রয়াত শাজাহান সিরাজের মেয়ে স্বতন্ত্র প্রার্থী সারওয়াত সিরাজ শুক্লা(ঈগল), জাকের পার্টির মোন্তাজ আলী (গোলাপ ফুল), জাতীয় পার্টির মো. লিয়াকত আলী (লাঙ্গল), তৃণমূল বিএনপির মো. শহিদুল ইসলাম (সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. শুকুর মামুদ (একতারা) ও জাতীয় পার্টির(জেপি) প্রার্থী সাদেক সিদ্দিকী (বাইসাইকেল)। 

টাঙ্গাইল-৫ (সদর) আসনে দুই বারের এমপি মো. ছানোয়ার হোসেন দলীয় মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ আসনে নৌকার প্রার্থী আওয়ামী যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের ছোট ভাই মুরাদ সিদ্দিকী এ আসনে মাথাল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। আওয়ামী লীগের বহু নেতাকর্মী প্রকাশ্যে দুই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। এখানে ত্রিমুখী প্রতিদ্বদ্বীতা হওয়ার আভাস পাওয়া গেলেও নৌকার প্রার্থী অনেকটা বেকায়দায় পড়েছেন। এ আসনে অন্য প্রতিদ্বদ্বী প্রার্থীরা হচ্ছেন- বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবিব (কেটলি), প্রতীক পাওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নৌকাকে সমর্থন দেওয়া স্বতন্ত্র প্রার্থী মো. জামিলুর রহমান মিরন (ট্রাক), জাতীয় পার্টির মো. মোজাম্মেল হক (লাঙ্গল), তৃণমূল বিএনপির মো. শরিফুজ্জামান খান (সোনালী আঁশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মো. তৌহিদুর রহমান চাকলাদার (নোঙ্গর) ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. হাসরত খান ভাসানী (একতারা)।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বর্তমান সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু নৌকা প্রতীকে নির্বাচন করছেন। এ আসনে তার শক্তিশালী কোন প্রতিদ্ব›দ্বী প্রার্থী নেই। ফলে তিনি অনেকটা নির্ভার রয়েছেন। এ আসনের অন্য প্রতিদ্বদ্বী প্রার্থীরা হচ্ছেন- জেলা আওয়ামীলীগের নেতা স্বতন্ত্র প্রার্থী তারেক শামস্ খান হিমু(ঈগল), স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম (ট্রাকগাড়ি), জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান মো. আবুল কাশেম(লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুল করিম (একতারা), বিএনপি থেকে বহিষ্কৃত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের খন্দকার ওয়াহিদ মুরাদ (নোঙ্গর) ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মোহাম্মদ আনোয়ার হোসেন (ফুলের মালা)। 

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে খান আহমেদ শুভ এবারও নৌকা প্রতীকে নিয়ে প্রতিদ্বদ্বীতা করছেন। তবে এখানে আওয়ামী লীগের প্রবীণ নেতা মির্জাপুর উপজেলা পরিষদের পদত্যাগকারী চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ট্রাকগাড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ ছাড়া এ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির তাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে ট্রাকগাড়ির স্বতন্ত্র প্রার্থী নৌকা প্রতীকের জন্য এক প্রকার হুমকি হয়ে দেখা দিয়েছে। এ আসনে প্রতিদ্বদ্বী অন্য প্রার্থীরা হচ্ছেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী (হাতুড়ি), কৃষক শ্রমিক জনতা লীগের মো. আরমান হোসেন তালুকদার (গামছা), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মো. মঞ্জুর রহমান মজনু (মশাল), জাকের পার্টির মো. মোক্তার হোসেন (গোলাপ ফুল), বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী (ডাব) ও নির্বাচনে ট্রাকগাড়ি প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানো জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম জহির (লাঙ্গল)। 

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কা‌দের সি‌দ্দিকী ও নৌকা প্রতী‌কের অনুপম শাহজাহান জয়। 

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি