০৮:৪৭ পিএম | টাঙ্গাইল, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ক্ষুব্ধ যুবকের ছুরিকাঘাতে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে দেনমোহরের টাকা পাওয়া না পাওয়ার বিষয়ে বাকবিতন্ডায় ক্ষুব্দ যুবকের ছুরিকাঘাতে আল আমিন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত আল আমিনের বন্ধু নাঈম গুরুতর আহত হয়েছে। আহত নাঈমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

বুধবার সন্ধ্যায় মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। তৌফিকুর রহমান তুহিন নামের ক্ষুব্ধ যুবক তাদেরকে ছুরিকাঘাত করে বলে জানা গেছে।  

উপজেলার জামুর্কী ইউনিয়নের গুণটিয়া বেপারীপাড়ার বাদশা মিয়ার মেয়ে মিমের গত ৫ বছর পূর্বে পার্শ্ববর্তী গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার জাহিদুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে দুই বছর আগে ছাড়াছাড়ি হয়। স্থানীয় মাতাব্বরগণের সহযোগিতায় তারা পুনরায় সংসার করতে থাকেন। বিগত কয়েক মাস আগে তাদের মধ্যে আবার অশান্তি শুরু হলে দুই মাস আগে মিমের বড় ভাই আল আমিন, তার বন্ধু নাঈম ও সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেনের নাতি তৌফিকুর রহমান তুহিন ওরফে তফিকে মিলে কালিয়াকৈরে গিয়ে একাধিকবার শালিস বৈঠক করে। পরে শালিসের মাধ্যমে আপোষে তাদের মধ্যে খোলা তালাক করানো হয়। 

এদিকে আল আমিনের বন্ধু তৌফিকুর রহমান তুহিন ওরফে তফি মিমের পক্ষ থেকে কোন মামলা মোকাদ্দমা করা হবে না শালিসে আপোষে খোলা তালাক করিয়ে দেবেন এমন চুক্তিতে গোপনে মিমের স্বামী জাহিদুল ইসলামের কাছ থেকে দুই লাখ টাকা গ্রহণ করেন। গত সোমবার মিমের স্বামী জাহিদুল ইসরাম পাকুল্যা এলাকায় এসে আলআমিনকে বলেন, ‘বোনকে ডিভোর্স করিয়ে দুই লাখ টাকা নিলেন এরপরও ভাড়া সিএনজি চালান কেন।’ টাকা নেয়ার কথা শুনে আল আমিন হতভাগ হয়ে পড়েন এবং তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে আল আমিন জানতে পারেন, তার বোনকে দিয়ে খোলা তালাক করিয়ে দেওয়ার কথা বলে বন্ধু তফি মিমের স্বামীর কাছ থেকে দুই লাখ টাকা গ্রহণ করেছেন।

এ কথা জানার পর আলআমিন গত ১৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে পাকুল্যা এলাকায় তফির গলায় গামছা দিয়ে টেনেহিঁচড়ে তাকে অপমান করে এবং টাকা ফেরৎ চান। তফি এই অপমান সহ্য করতে না পেরে ক্ষুব্ধ হয়ে বুধবার সন্ধ্যায় পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় আল আমিনকে দেখার সঙ্গে সঙ্গে তার পেটে ছুরিকাঘাত করে করেন। এসময় পাশে থাকা আল আমিনের বন্ধু নাঈমও ছুরিকাঘাতে আহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে আল আমিনের মৃত্যু হয়। আহত নাঈমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। 

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, দেনমোহরের টাকা পাওয়া না পাওয়ার বিষয়ে ক্ষুব্ধ হয়ে তৌফিকুর রহমান তুহিন ওরফে তফি নামে এক যুবক ছুরিকাঘাত করে এক জনকে হত্যা করে এবং অপর একজনকে আহত করেছে। তাকে ধরতে পুলিশ তৎপরতা শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি