০৫:০৩ পিএম | টাঙ্গাইল, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ : অতঃপর অন্তঃসত্ত্বা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে নজরুল ইসলাম (৪০)নামের এক ব্যবসায়ির বিরুদ্ধে। ধর্ষণের ফলে ওই স্কুল ছাত্রী এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ধর্ষক নজরুল ইসলাম উপজেলার কোকডহরা ইউনিয়নের আগচারান এলাকার মৃত খালেক মিয়ার ছেলে। ভুক্তভোগী ও তার পরিবার বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে।

জানা যায়, গত সোমবার (১৮ সেপ্টেম্বর) ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে ধর্ষক নজরুলের বিরুদ্ধে কালিহাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

মেডিকেল রির্পোটের ভিত্তিতে জানা যায়, দীর্ঘদিন বিভিন্ন সময়ে ধর্ষণের ফলে স্কুল ছাত্রীটি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। 

মামলার এজাহারে উল্লেখ রয়েছে, নজরুলের স্ত্রী গর্ভবতী হওয়ার পর ওই স্কুলছাত্রীকে মাঝে মধ্যে সাংসারিক কাজের জন্য ডেকে নিয়ে যেতো। একদিন নজরুল জোরপূর্বক ও ভয়ভীতি দেখিয়ে একটি ঘরে নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে ধর্ষণের কথা বাড়িতে বা কাউকে বললে মেরে ফেলারও হুমকি দেয়। এভাবে ভয় দেখিয়ে বিভিন্ন সময়ই সে ওই ছাত্রীকে ধর্ষণ করে আসছিল।

এর ফলে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পরে। অন্তঃসত্ত্বা হওয়ায় ছাত্রীর শরীরিক পরিবর্তন ঘটায় পরিবার ও প্রতিবেশীদের কাছে বিষয়টি স্পষ্ট হয়। তাকে জিজ্ঞাসা করলে তখন সে নজরুলের ধর্ষণের বিষয় নিয়ে মুখ খোলে। এরপরও ধর্ষক নজরুল এলাকায় প্রভাবশালী হওয়ায় এখনো ধরা-ছোয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয়রা।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রী জানায়, স্ত্রী গর্ভবতী হওয়ায় সাংসারিক কাজের কথা বলে আমাকে বাড়িতে ডেকে নিতেন নজরুল ইসলাম। এ সুযোগ নিয়ে একদিন নজরুল জোরপূর্বক ও ভয়ভীতি দেখিয়ে একটি ঘরে নিয়ে আমাকে ধর্ষণ করে। ধর্ষণের কথা কাউকে বললে আমাকে মেরে ফেলবেন বলে হুমকি দেন। সেই ভয়ে এতদিন আমি কাউকে কিছু বলিনি।

স্কুলছাত্রীর মা বলেন, নজরুল আমার মেয়ের সর্বনাশ করেছে। সে প্রভাবশালী হওয়ায় ও মামলা করার কারণে আমরা ভয়ে আছি। আমার মেয়ের মত আর যেন কারো মেয়ের এমন সর্বনাশ না হয়। প্রশাসনের কাছে আমি নজরুলের কঠোর শাস্তি দাবি করছি।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ কামরুল ফারুক জানান, মামলার পর ভিকটিমকে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। আসামী পলাতক রয়েছে। এরপরও তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি