০৭:৩৩ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রতিবাদে ক্লাস বর্জন

শিক্ষা অফিসারের নেতৃত্বে মাভাবিপ্রবি’র শিক্ষার্থী লাঞ্চিত

মো. রিয়াজ উদ্দিন রিপন | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭ | | ১৯৮৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে শিক্ষা অফিসারের নেতৃত্বে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জানা হলে ক্লাস বর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার পৌরশহরের বেপারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যানকে নিয়ে কটূক্তি করে অর্থনীতি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী তানভীর আহমদ শিপন। পরে একই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী কমল, টেক্সটাইল বিভাগের প্রণব এদবর ও তার সহপাঠীরা শিপনকে মেসে ডেকে এনে শাসন করে।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে একই দিন রাতে শিপনের মামা টাঙ্গাইল সদর উপজেলা শিক্ষা অফিসার পরিচয় দিয়ে অর্থনীতি বিভাগের কমল, মারুফ ও টেক্সটাইল বিভাগের প্রণব এদবরকে মোবাইল ফোনে হুমকি ও ভয়ভীতি দেখায়। এতেও ক্ষাšত্ম হননি শিক্ষা অফিসার আলমগীর হোসেন।

পরদিন বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ে আসার পথে আলমগীরসহ চার পাঁচ জন মোটরসাইকেল যোগে এসে আকস্মিক প্রণবের উপর চড়াও হয় এবং মারধর করতে থাকে। পরে স্থানীয়রা এগিয়ে এলে চোর ও জঙ্গি আখ্যা দিয়ে প্রণবকে পুলিশে সোপর্দ করা হয়।

বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে থানা থেকে প্রণবকে ছাড়িয়ে এনে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানা গেছে।

ঘটনাটি জানাজানি হলে শিক্ষা অফিসার কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে সকল বিভাগের শিক্ষার্থীরা দুপুরে ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি স্থগিত করে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলা শিক্ষা অফিসার আলমগীর হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের ঐ শিক্ষার্থীকে কোন প্রকার মারধর করা হয়নি। চোর ও জঙ্গি আখ্যা দিয়ে প্রণবকে পুলিশে সোপর্দ করার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন এলাকার লোকজনই ছেলেটাকে পুলিশে দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আক্ষেপ করে বলেন, একজন শিক্ষা অফিসার কি ভাবে ক্যাডার নিয়ে এসে একজন শিক্ষার্থীকে মারধর করতে পারেন। আমরা এর বিচার চাই। এ ঘটনায় শিক্ষা অফিসারসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে আন্দোলনের হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি