০৯:৩০ এএম | টাঙ্গাইল, সোমবার, ৬ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কোরআন অবমাননার প্রতিবাদে সড়ক অবরোধ, অভিযুক্ত গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে তন্ময় নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন কোরআন অবমাননার প্রতিবাদে জলছত্র এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ তন্ময়কে গ্রেফতার করে। পরে আন্দোলনকারীরা কঠিন শাস্তির দাবী জানিয়ে অবরোধ তুলে নেয়। তন্ময় ওই এলাকার অশোক বাবুর ছেলে।
মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র এলাকার অশোক বাবুর ছেলে তন্ময় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ নিয়ে কটুক্তি করাসহ ছুড়ে মাটিতে ফেলে দেয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তন্ময়কে গ্রেফতার ও তার শাস্তির দাবীতে আজ সকালে মধুপুরের জলছত্র সড়ক অবরোধ করে রাখে। প্রায় দেড় থেকে দুই ঘন্টা এ অরবোধ কর্মসূচি পালন করা হয়। পুলিশ অভিযুক্ত তন্ময়কে গ্রেফতারের পর লোকজন অবরোধ তুলে নেয়।

অরণখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহিম বলেন, ইউনিয়নের জলছত্র এলাকার অশোক বাবুর ছেলে তন্ময় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ নিয়ে কটুক্তি করাসহ ছুড়ে মাটিতে ফেলে দেয়ার ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে। দুপুরে পুলিশ এসে অভিযুক্ত তন্ময়কে গ্রেফতার করলে স্থানীয়রা সড়ক অবরোধ তুলে নেন। 

এ প্রসঙ্গে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, পবিত্র কোরআন অবমাননার অভিযোগে তন্ময় কুমার বিশ্বাস (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত মির্জাপুরে বিল থেকে কঙ্গাল উদ্ধার এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অ গোপালপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধসহ আটক ১ নাগরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে এমপি শুভর নলকুপ স্থা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি