টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের মটরা গ্রামে গত শুক্রবার বিকেলে সালিশি বৈঠকে মুক্তিযোদ্ধা আবদুল লতিফকে পিটিয়ে ও গলাটিপে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ'৭১ ও টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ।
আজ বিকেলে প্রেস ক্লাব থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল টাঙ্গাইল শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে মুক্তিযোদ্ধা হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে বিভিন্ন সময়ে সারাদেশে মুক্তিযোদ্ধাদের উপর হামলার সকল ঘটনার বিচার দাবি করেন।
মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা ইউনুস আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ'৭১ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম তথ্য ও প্রচার সম্পাদক মুঈদ হাসান তড়িৎ,ফোরামের জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এনায়েত করিম,বীর মুক্তিযোদ্ধা নূর ই এলাহী রাইস প্রমুখ।
উল্লেখ,জমি বিরোধের জের ধরে গত শুক্রবার সালিশি বৈঠক চলাকালে স্থানীয় আবু খান ,তার ছেলে পারভেজ ও পাভেল বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফকে গলা টিপে ও পিটিয়ে হত্যা করে।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...