০৬:৪০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৪ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর থেকে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী লুকিমুদ্দিন লোকমান (৪৮) উপজেলার ভাড়রা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। 

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শনিবার ভোরে ভারড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মৃত্যুদন্ড প্রাপ্ত লোকমানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ।

এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান, টাঙ্গাইলের মির্জাপুর থানায় দায়ের করা হত্যা মামলায় (মামলা নং-০১ (০৮)১৩ ধারা ৩০২/৩৪ পেনাল কোড জি আর সাজা নং ৩৮/২০ প্রসেস নং ৩৮/২০ তারিখ ০৫/০৩/২০২০ ইং) অভিযুক্ত আসামী লোকমানকে আদালত মৃত্যুদন্ডের আদেশ দেন। সে দীর্ঘদিন যাবৎ গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার সেকেন্ড অফিসার এস আই ফজলুর রহমানের নেতৃত্বে এসআই সিরাজুল, এএসআই গোলাপ, এএসআই আনিস, এএসআই রাসেল, এএসআই জহিরসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার রাতভর অভিযান চালিয়ে লোকমানকে শনিবার ভোরে গ্রেফতার করে।

মির্জাপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার জামুর্কি ইউনিয়নের বানগুটি গ্রামের আওয়াল মিয়া হত্যায় ছেলে আসাদুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মির্জাপুর থানায় ২০১৩ সালে ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করে। পরে তার আচরণে সন্দেহ হলে বাদী আসাদুজ্জামানকে আটক করে থানা পুলিশ। তখন বেরিয়ে আসে আওয়াল হত্যার ”াঞ্চল্যকর তথ্য। 

বাবাকে হত্যার করতে তিনজন খুনিকে তিন লক্ষ টাকা দিয়ে চুক্তি করে। চুক্তি অনুযায়ী লোকমানসহ আরো ৩ জন এ হত্যাকান্ডে অংশ নেয়। 

ছেলে আসাদুজ্জামান ছাড়াও এ হত্যাকান্ডে জড়িত অপর আসামীরা হলো লোকমান, জহির উদ্দিন ঝরু, আব্দুল মান্নান ও আওয়াল। তদন্ত সাপেক্ষে মির্জাপুর থানার এস আই শ্যামল দত্ত বাদী হয়ে ৫ জনকে আসামী করে আদালতে চার্জশিট দাখিল করেন। আসামী লোকমান, আ. মান্নান ও আওয়াল পলাতক ছিল। অপর দুই আসামী জেল হাজতে রযেছে।

আপনার মন্তব্য লিখুন...

মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি