০৩:৩৭ এএম | টাঙ্গাইল, রোববার, ১২ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চিকিৎসা খরচের সাহায্য চান ক্যান্সারে আক্রান্ত কামরুজ্জামান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৮ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

রেমিটেন্স যোদ্ধা মো. কামরুজ্জামান খলিফা (৪৩)। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা দক্ষিনপাড়া গ্রামের মো. ওমর খলিফার ছেলে। ২০০৭ সাল থেকে তিনি সিঙ্গাপুর প্রবাসী। পরিবার তথা দেশের স্বার্থে প্রায় এক যুগ সময় প্রবাসে কাটিয়েছেন। এতে পরিবার নিয়ে তার ভালই চলতেছিলো। বিবাহিত জীবনে তার দুই মেয়ে রয়েছে। এক মেয়ে বিয়ে হয়েছে। অপর মেয়ে বয়স ৮ বছর। হঠাৎ করে মুখে ঘা উঠায় ডাক্তারের কাছে যান তিনি। পরীক্ষা নিরাক্ষায় তার ক্যান্সার ধরা পড়ে। মো. কামরুজ্জামান খলিফা বাঁচতে চান তার ছোট মেয়ের জন্য। ক্যান্সার চিকিৎসা করতে গিয়ে তিনি এখন নিঃস্ব। বন্ধুবান্ধবসহ নিকট আত্মীয় স্বজনদের কাছ থেকে আর্থিক সাহায্যে নিয়েও তার চিকিৎসা শেষ হচ্ছে না। তাই তিনি সকলের কাছে আর্থিক সুবিধা চেয়েছেন। 

কামরুজ্জামান খান জানান, ২০০৭ সাল থেকে তিনি সিঙ্গাপুর যান। এর মধ্যে তিনি বেশ কয়েকবার ছুটিতে দেশেও এসেছেন। গত বছর শুরুতে তার মুখের ঘা অনুভব করায় দেশে ফিরে আসেন। এসেই ডাক্তারে সাথে পরামর্শ করেন। ডাক্তারি পরীক্ষায় গত বছরের ১৩ মার্চ তার ক্যান্সার ধরা পরে। ডাক্তার তাকে ঢাকা অথবা ইন্ডিয়ায় গিয়ে উন্নত চিকিৎসা করতে বলেন। খবর শুনে তিনি আতঙ্কিত হন। এতো টাকা জোগান তিনি কিভাবে দিবেন। পরে তিনি হোমিও প্যাথি চিকিৎসা শুরু করেন। ছয় মাস হোমিও ঔষধ খাওয়ার পর সুস্থতা অনুভব করলে ডিসেম্বরের দিকে তিনি পুনরায় সিঙ্গাপুর চলে যান। সিঙ্গাপুর যাওয়ার কয়েক মাস পর তার মুখের ঘা আরো বাড়তে থাকে। পরে সিঙ্গাপুরে পরীক্ষায় তার আবারও ক্যান্সার ধরা পড়ে। পরে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। তিনি গত দুই মাস যাবত সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইতি মধ্যে তিনি দুটি ক্যামো থেরাপিও দিয়েছেন। এতে তার মোটা অংকের টাকা খরচ হয়েছে। তাই তিনি সকলের কাছ থেকে আর্থিক সহযোগিতা ও দোয়া চেয়েছেন। মো. কামরুজ্জামান খলিফাকে যেকোন স্থান থেকে বিকাশ অথবা ব্যাংক একাউন্ট সাহায্যে পাঠাতে পারেন। বিকাশ নং ০১৭৪৭২২৩৫২৭, রুপালী ব্যাংক টাঙ্গাইলের নাটিয়াপাড়া শাখার একাউন্ট নং ১০১৬০১০০০৩৯৭১।

মো. কামরুজ্জামান খলিফা বলেন, ‘আমি খুবই অসুস্থ। চিকিৎসা করাতে অনেক টাকা খরচ হয়েছে। আমার সম্ভল যা ছিলো তা অনেক আগেই শেষ হয়েছে। আমার ছোট মেয়েকেও মানুষের মতো মানুষ করতে হবে। এখন পরিবারের খরচ ও সংসার কিভাবে চালাবো তা নিয়ে খুব চিন্তিত। আমি সকলের কাছে সহযোগিতা কামনা করছি।’ 

আপনার মন্তব্য লিখুন...

ধনবাড়ীতে ১৯ হাজার ৪২৩ ভোট বেশি পেয়ে মহিলা ভাইস চেয়ারম্য শেখ হাসিনা সরকার কৃষিকে যন্ত্রিকীকরণ করেছে : খান আহমেদ মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের ফল প সর্বজনীন পেনশন‌ প্রজ্ঞাপন‌ বাতিলের দাবিতে মাভাবিপ্রবি শ ঘাটাইলের ভাইস চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ব্যয় বহন ক শারীরিক প্রতিবন্ধকতা হার মানাতে পারেনি বায়েজিদকে মাভাবিপ্রবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত ভোট কেন্দ্রে ভিমরুলের আক্রমণ, আহত ৩৫ বাবার ভোট দিতে এসে ছেলে আটক বিদ্যালয়ের মাঠ দখল করে সড়ক নির্মাণের ইটের খোয়ার স্তুপ মধুপুর ও ধনবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃংখলা রক্ষা কাভার্ডভ্যান ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত ১, আহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি নিয়ে মাভাবিপ্ মির্জাপুরে সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতাসহ আহত ৩

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি