০৬:০২ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীর গলায় ও ঘারে ছুরি দিয়ে আঘাত 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৭ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে দশম শ্রেণীর স্কুলছাত্রীর গলায় ও ঘারে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে মতিউর রহমান (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। 

এ ঘটনায় মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ওই ছাত্রীর বাবা তাকে নিয়ে আদালতে গেলে বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনায় আসে। এঘটনায় আদালত ও থানায় অভিযুক্ত মতিউর রহমানের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়েছে বলে জানা গেছে। 

অভিযুক্ত মতিউর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের কাচঁপাই গ্রামের আব্দুস সালামের ছেলে। 

ওই ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, একই গ্রামের মাদরাসা ছাত্র মতিউর এবং ওই ছাত্রীর বাড়ি পাশাপাশি হওয়ার সুবাদে মতিউর তার বাড়িতে নিয়মিত যাতায়াত করতো। এক পর্যায়ে ওই ছাত্রীকে মতিউর প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু ছাত্রীটি তার প্রস্তাব প্রত্যাখান করেন। এরপর পারিবারিকভাবে তাদের মধ্যে বিয়ের প্রস্তাব দেয়া হলে ছাত্রীটির পরিবার অসম্মতি জানায়। পরে ছাত্রীকে অন্যত্র বিয়ে দিতে চাইলে গত ১৪ সেপ্টেম্বর ওই ছাত্রীর ঘরে ঢুকে মতিউর তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ধর্ষণে ব্যর্থ হয়ে মতিউর ওই ছাত্রীর গলায় ও ঘারে ছুরি দিয়ে আঘাত করে। মেয়েটির ডাকচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে গেলে মতিউর দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।  

ছাত্রীটির ভাই ও মামা বলেন, ‘মতিউর প্রেমে ব্যর্থ হয়ে গত ১৪ সেপ্টেম্বর রাতে মেয়েটির ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ব্যর্থ হয়ে মতিউর মেয়েটির গলায় ও ঘারে ছুরি দিয়ে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মেয়েটির গলায় ও ঘারে ২৫টি সেলাই করা হয়।’

তারা আরও বলেন, ‘এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর মেয়ের বাবা নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের বেশ কয়েকদিন অতিক্রম হলেও পুলিশ মামলাটি রেকর্ড করেনি। থানায় মামলা না নেয়ার কারণে বুধবার (৭ অক্টোবর) টাঙ্গাইলের আদালতে গিয়ে মতিউরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে।’

এ প্রসঙ্গে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ বলেন, ‘মতিউর এবং ওই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। পরে মেয়েটিকে অন্যত্র বিয়ে দিতে চাইলে মতিউর মেয়েটিকে ছুরি দিয়ে আঘাত করে। এ ঘটনায় মেয়েটির পরিবার দেরি করে থানায় আসে। এ কারণে মামলা নিতে দেরি হয়েছে। হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাতের ঘটনায় গত ৫ অক্টোবর মতিউর ও তার বাবার বিরুদ্ধে মামলা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আসামিরা পলাতক রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি