০৫:৫৪ এএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বন্যায় এলজিইডি’র প্রায় পৌনে ৩শ’ কোটি টাকার ক্ষয়ক্ষতি

এ.কে বিজয় | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৯ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে চলতি বছরের বন্যায় এলজিইডি’র আওতায় সড়ক, ব্রিজ ও কালভার্ট ভেঙে প্রায় পৌনে তিনশ’ কোটি টাকার ক্ষতি হয়েছে।

জেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ১২টি উপজেলার মধ্যে ১১টি উপজেলায় ৩২৮টি রাস্তা, ৭৩টি ব্রিজ ও কালভার্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে বাসাইল উপজেলায় ৪০টি রাস্তা ও ব্রিজ-কালভার্ট ৭টি, সখীপুরে ৮টি রাস্তা ও ব্রিজ-কালভার্ট ১০টি, মির্জাপুরে রাস্তা ২৫টি ও ব্রিজ-কালভার্ট ১১টি, দেলদুয়ারে রাস্তা ৭১টি ও ব্রিজ-কালভার্ট ১৩টি, ভূঞাপুরে রাস্তা ২৫টি ও ব্রিজ-কালভার্ট দুইটি, নাগরপুরে রাস্তা ৩৬টি ও ব্রিজ-কালভার্ট ৫টি, কালিহাতীতে রাস্তা ১৯টি ও ব্রিজ-কালভার্ট ৫টি, ঘাটাইলে রাস্তা ৩৪টি ও ব্রিজ-কালভার্ট ৫টি, গোপালপুরে রাস্তা ১০টি ও ব্রিজ-কালভার্ট ৫টি, টাঙ্গাইল সদরে রাস্তা ৩৮টি ও ব্রিজ-কালভার্ট ৩টি, ধনবাড়ী উপজেলায় রাস্তা ২২টি ও ব্রিজ-কালভার্ট ৭টি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এসবের ক্ষয়ক্ষতির পরিমাণ দুইশ’ ছেষট্টি কোটি তেতাল্লিশ লাখ ১৭ হাজার টাকা। 

নির্বাহী প্রকৌশলী মো. গোলাম আজম বলেন, ‘বন্যায় জেলার ১২টি উপজেলার মধ্যে ১১টি উপজেলায় ৩২৮টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার দৈর্ঘ্য প্রায় সাড়ে ১৩শ’ কিলোটাকার। এছাড়াও ৭৩টি ব্রিজ ও কালভার্টের ক্ষতি হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার। রাস্তা ও ব্রিজ-কালভার্টের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পৌনে তিনশ’ কোটি টাকা।’  

ক্ষতিগ্রস্ত রাস্তা ও ব্রিজ-কালভার্টের কাজ শুরুর ব্যাপারে তিনি বলেন, ‘একটি পূর্নবাসন প্রকল্প লাগবে। কারণ আমরা সাধারণত যেগুলো হয়তো ছোটখাটো ক্ষতি হয়েছে, বড় ক্ষতি হয়নি। সেগুলো আমরা সার্ভে করা শুরু করেছি। খুব দ্রুতই আমরা কিছু রাস্তার অনুমোদন পেয়ে যাবো। এরপর টেন্ডার কার্যক্রম শেষ করে ডিসেম্বর নাগাদ কাজ শুরু করতে পারবো।’

আপনার মন্তব্য লিখুন...

কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি