১১:৫৪ পিএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে পুলিশসহ ১১ জনের করোনা শনাক্ত

| টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩০ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পুলিশসহ নতুন করে ১১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ১৯৪ জন সংক্রমিত হলেন।

নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মহেড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) রয়েছেন। তিনি কঙ্গোতে জাতিসংঘ মিশনে যাওয়ার জন্য সেখানে প্রশিক্ষণে এসেছিলেন।

এছাড়া অন্য আক্রান্ত ব্যক্তিদের মধ্যে উপজেলা সদরের ইউনিয়নপাড়া এলাকার ১ নারী (৪১), গোড়াই ইউনিয়নের গোড়াই গ্রামের ১ জন (৩৬), মঈননগর গ্রামের ৫০ ও ২৪ বছর বয়সী ২ নারী, বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল গ্রামের ১ ব্যক্তি (৩২), মহেড়া ইউনিয়নের হিলড়া গ্রামের ১ ব্যক্তি (৩৬), লতিফপুর ইউনিয়নের সলিমনগর গ্রামের ১ জন (৪৮), জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামের ১ নারী (৩১), ফতেপুর ইউনিয়নের হাতকুড়া গ্রামের ১ ব্যক্তি (৪০) ও বানাইল ইউনিয়নের ভররা গ্রামের ১ ব্যক্তি (৩৪) রয়েছেন।

মির্জাপুরে মোট আক্রান্তের মধ্যে পাঁচজন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৫২ জন। অন্যরা নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে মির্জাপুরে কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় উপজেলার কেন্দ্রস্থল মির্জাপুর পৌরসভায় দ্বিতীয় দফায় লকডাউন চলছে। গত শুক্রবার থেকে মির্জাপুরে শুধু ব্যবসাপ্রতিষ্ঠান নয়, কাঁচাবাজারসহ সাপ্তাহিক হাটও বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৬ জুন থেকে ২৫ জুন পর্যন্ত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে লকডাউন ঘোষণা করা হয়। আক্রান্তের সংখ্যা বেড়ে পাওয়ায় প্রশাসন লকডাউনের সময়সীমা আগামী ২ জুলাই পর্যন্ত বাড়িয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম বলেন, আক্রান্ত ব্যক্তি ও তাঁদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

‘ফসলের নিবিড়তা ও উৎপাদন বাড়াতে কাজ করা হচ্ছে’ গোপালপুরে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক  টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলা সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির নেতা-নেত্রী বহ গোপালপুরে জিপিএ ৫ পেয়ে চমকে দিলো জমজ দুই ভাই মির্জাপুরে সাপের কামড়ে ২ গৃহবধুর মৃত্যু টাঙ্গাইলে ৪৮তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত নাগরপুরে হেভিওয়েট প্রার্থী না থাকায় জমেনি উপজেলা নির্বা পৌলী নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় ৩ জনকে কারাদণ্ড রোগী দেখে জরিমানা গুণলেন ওষুধ বিক্রেতা মাসিক কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বিষয়ক (ইডিজি মাভাবিপ্রবিতে জালালাবাদ এসোসিয়েশন সভাপতি অয়ন-সম্পাদক নাগরপুরে কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রচারণায় এগিয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি