হারিয়ে যাচ্ছে সময় দিন গুণে
মৃত্যুর মুখে দাঁড়িয়ে বৃক্ষ হয়ে
অনাথ পৃথিবীর অসুখ আসে
বাঁচার সংগ্রাম বিজয়গাঁথে।
করেনা অনাচার করুনকালে
ফল পাকলে ঢিল না ছুঁড়ে
সূর্যের আলোর ছায়া মাত্র
বিচিত্র টানাপোড়েন দৃশ্য।।
হাহাকার শুনে মন কাঁদে
জটিল রোগের ঔষধ দিতে
দূরত্বের পরিধি ক্রমশ বাড়ছে
সহনশীলতা বাড়ে অর্থহীন হয়ে।
করোনায় ধর্মের বালাই নেই
বৈষম্য হারিয়ে চূর্ণ হয়ে
প্রাণ ফেরাতে আহ্বান জমে
বিধাতার নিরপেক্ষ অবস্থানে।
মাঠে ঘাটে শহরে আনাগোনা
বিশ্বাস কর প্রতিকার করে
হাতে হাত মিলবেই জয়গানে
আশায় বুক বাঁধবো সুস্থ হয়ে।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...