১০:৪৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে চেয়ারম্যান - মেম্বার গ্রুপের সংঘর্ষ, আটক ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

কালিহাতীতে মেয়ে সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে শনিবার রাতে উপজেলা বীরবাসিন্দা ইউনিয়নের চেয়ারম্যান ছোহরাব আলী ও ইউপি সদস্য জয়নুদ্দিন গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এ সময় চেয়ারম্যান ছোরহাব আলী ও ইউপি সদস্য জয়নুদ্দিনের কর্মী হাবিউল্লাহ হাবু গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গুরুতর আহত ইউপি চেয়ারম্যান ছোরহাব আলীকে কালিহাতী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করে। রোববার সকালে আবার দু'গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায়  এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে উপজেলা বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরী পাড়া বাজারসহ  বিভিন্ন স্থানে পুলিশ পাহারা জোরদার করেছে । এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। আটকরা হলেন, ইউসুফ আলী, আনসার আলী ও মিজানুর রহমান।

জানা যায় বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরী পাড়া গ্রামের ইদ্রিস আলীর বিবাহিত মেয়ে না বলে স্বামীর বাড়ি থেকে চলে যায় মামির বাড়িতে এ ঘটনায় ওই মেয়েটির নোনদের স্বামী সেন্টু থানায় সাধারণ ডায়েরি করে।

পরে ওই মেয়েকে চেয়ারম্যান ছোরহাব আলীর ভাতিজা খোকা উদ্ধার করে মেয়ের বাবাকে বুঝিয়ে দেয়।এ ঘটনাকে কেন্দ্র করে সেন্টু ও খোকার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ বিষয়ে চেয়ারম্যান ছোরহাব আলী ও ইউপি সদস্য জয়নুদ্দিন মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনা  সালিশের সিদ্ধান্তের মধ্যে শনিবার রাতে চেয়ারম্যান ছোরহাব আলী ও ইউপি সদস্য জয়নুদ্দিন কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এসময় চেয়ারম্যান সোরহাব আলী ও জয়নুদ্দিনের কর্মী হাবিবুল্লাহ হাবু আহত হয়।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, এ ঘটনায় উপজেলা বীরবাসিন্দা ইউনিয়নের চেয়ারম্যান ছোরহাব আলীর ছেলে মাসুদ রানা ১৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে ও ৩ জনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত। পরবর্তী অপ্রীতিকর ঘটনা এড়াতে বীরবাসিন্দা ইউনিয়নে কস্তুরীপাড়া এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি