১১:০৮ পিএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে একদিনেই করোনায় আক্রান্ত ১৩, মৃত্যু ১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে একদিনেই সর্বোচ্চ ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত ও একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে মির্জাপুর উপজেলায় পাঁচজন, বাসাইলে একজন, ধনবাড়ীতে একজন, গোপালপুরে দুইজন, ঘাটাইলে দুইজন, মধুপুরে একজন ও কালিহাতীতে একজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৩ জনে। এছাড়াও গত (১২ মে) ঘাটাইল উপজেলার মৃত এক ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ এসেছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ১২৭ জনের নমুনা ঢাকায় পাঠানো হয় তাদের মধ্যে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৭৩ জনে। এছাড়াও ঘাটাইলে এক মৃত ব্যক্তি দেহে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছেন ১৯ জন। এছাড়াও এ পর্যন্ত মারা গেছেন তিনজন। টাঙ্গাইল থেকে এ পর্যন্ত ৩১০১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৭৩ জনের। আর নেগেটিভ ২৯০১ জন। ১২৭ জনের নমুনা এখন আসেনি। 

এ নিয়ে ঘাটাইল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুর রহমান খান বলেন, গত ১১ মে ঘাটাইল উপজেলা নরজানা উত্তরপাড়া নামক গ্রামের বাড়িতে এসে মৃত্যুবরণ করেন ঢাকার একটি পোশাক কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত আব্দুল মান্নান (৪৫)। এ সংবাদ পেয়ে তাৎক্ষনিক তার নমুনা ঢাকায় পাঠানো হয়। আজ বৃহস্পতিবার সকালে মৃত ব্যক্তি পাঠানো ওই নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হওয়ার তথ্য পেয়েছেন তারা। এ কারণে তিন অথবা চারদিন পর মৃত ব্যক্তির বাড়ির অন্যান্য সদস্যদের নমুনা পরীক্ষা করা হবে। তাৎক্ষনিক পরীক্ষা করলে সঠিক ফলাফল আসেনা বলেই তিন অথবা চারদিন পর বাড়ির অন্যান্যদের করোনা পরীক্ষা করা হয়। 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. সদর উদ্দিন জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সর্বমোট ১৩ জন আক্রান্তরোগী ভর্তি হয়। তাদের মধ্যে সুস্থ হয়ে ৬জন বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ৭জন চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা অনেকটা ভালো। এছাড়াও হোমকোয়ারেন্টিনে রয়েছে ১৪৪৫জন। আইসোলেশনে আছেন আটজন। গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে ১২৪জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৭৮ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৩১৭ জন।  ছাড়াও ঠিকানামতো বিদেশ ফেরত ২০৭৩ জনকে খুঁজে পাওয়া যায়নি বলে জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি