১১:৩১ এএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কুমুদিনী ট্রাস্টের সাবেক এমডি জয়াপতি আর নেই

| টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬ | | ৩৮২
, টাঙ্গাইল :

কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার ছোট মেয়ে জয়াপতি পরলোকগমন করেছেন।

শুক্রবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় লন্ডনের বারনেট হাসপাতালে তিনি মারা যান।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি কয়েক বছর যাবৎ বার্ধক্যজনিত নানা অসুখে ভোগছিলেন। 

 

জয়াপতি ১৯৫৬ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষার দায়িত্ব পালন করেন। তার স্বামী ডা. বিষ্ণু পদ পতি কুমুদিনী হাসপাতালের সুপারেন্ডেটের দায়িত্ব পালন করেন।

মহান মুক্তিযুদ্ধ চলাকালে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহা এবং তার একমাত্র ছেলে ভবানী প্রসাদ সাহাকে পাক হানাদার বাহিনী অপহরণ করে। পরে কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, টাঙ্গাইল কুমুদিনী মহিলা কলেজসহ তার প্রতিষ্ঠিত শিক্ষা, স্বাস্থ্য ও সেবামূলক প্রতিষ্ঠানসহ কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন জয়াপতি। স্বাধীনতা পরবর্তী সময়ে থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে যান। 

কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ভ্রাতুস্পুত্র রাজীব প্রসাদ সাহার হাতে ২০০০ সালে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি লন্ডনে অবসর জীবন যাপন করছিলেন।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জয়াপতির মৃত্যুর খবর কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টে পৌঁছালে কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমসসহ সকল প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে আসে।

গত কয়েক দিন আগে জয়াপতি বেশি অসুস্থ হয়ে পড়লে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা লন্ডন যান। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন বলে ভারতেশ্বরী হোমসের সিনিয়র উপাধ্যক্ষ গোলাম কিবরিয়া জানিয়েছেন।

তবে জয়াপতির মরদেহ বাংলাদেশে আনা হবে, না লন্ডনে সমাহিত করা হবে- তা জানাতে পারেননি তিনি।  

এদিকে জয়াপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এবং সাবেক সাংসদ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

আপনার মন্তব্য লিখুন...

কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি