১২:৫৭ এএম | টাঙ্গাইল, শনিবার, ৪ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসন দ্বারা পরিচালিত টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবীন বরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

২৮ জানুয়ারী মঙ্গলবার সকালে বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন  অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, অর্থ এবং সম্পদের পিছনে না ছুটে নিজেদের জ্ঞানকে সম্মৃদ্ধ করতে হবে। যার কাছে জ্ঞান নেই তাকে অর্থ দিলেও কোন লাভ নেই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, নিজেদের জ্ঞানকে সম্মৃদ্ধ করার জন্য মহৎ ব্যক্তিদের জীবনী পড়তে হবে। এছাড়া পাঠ্যপুস্তকের বাইরে জ্ঞানকে সম্মৃদ্ধ করার জন্য নিয়মিত পত্রিকা এবং অন্যান্য বই পড়তে হবে। 

তাহলে ভাল ফলাফলের পাশাপাশি নিজেকে একজন প্রকৃত মানুষ হিসেবে তৈরি করা সম্ভব হবে।  এছাড়া এসময় একাদশ ও ষষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিরণ করেন অতিথিবৃন্দ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারী কাদেরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বজলুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহিদ উল্লাহ, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, ভূমি অধিগ্রহন কর্মকর্তা সুখময় সরকার, সদরের সহকারী কমিশনার (ভূমি) উপমা ফারিসা প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল বাসেত মিঞা। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হারুন অর রশিদ। 

এসময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি