১১:২৪ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ৪টি কাপড়ের দোকানে দূর্ধর্ষ ডাকাতি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৮ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ৪টি কাপড়ের দোকানে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট হয়েছে।

রবিবার দিনগত রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার আউলিয়াবাদ বাজারের মীম শাড়ি ঘর, লাবিব ফ্যাশন, মহুয়া বস্ত্রালয় ও মিশাল গার্মেন্টসে। 

সরেজমিনে গিয়ে পাহাড়াদার সমশেরের নিকট থেকে জানা যায়, প্রতিদিনের ন্যায় রবিবার দিনগত রাতেও পাহাড়াদার সমশেরসহ আরো ৩ জন পাহাড়াদার বাজার পাহাড়া দিচ্ছিলেন।  হঠাৎ আউলিয়াবাদ করিমুননেছা সিদ্দিকী উচ্চ বিদ্যালয় সংলগ্ন জোয়াইর ব্রীজের কাছে ৬-৭ জন লোক দেখতে পেয়ে উপজেলার নাগবাড়ী মেলা থেকে লোকজন নেমেছে ভেবে সমশের এগিয়ে গেলে তাকে আক্রমন করে কোনকিছু না বলেই দেশীয় অস্ত্র ঠেকিয়ে মুখে টেপ মেরে হাত-পা বেঁধে ফেলে রাখে।

এর আগে একই কায়দায় বাকী ৩ জন পাহাড়াদার মেনুস, পিনা ও নেলসনকেও বেঁধে রাখে। পরে তাদের সবাইকে মাংসের দোকানের নিকট ফেলে রেখে মুখোশ পড়া ১৫-২০ জনের একটি দল কাপড়ের দোকানের দিকে এগিয়ে যায় এবং বলে তোরা যদি নড়াচড়া বা কথা বলিস তাহলে জানে মেরে ফেলবো বলে হুমকি দেয়। মুখ বেঁধে রাখার কারনে পাহাড়াদাররা কাউকে ডাকাডাকি করতে পারেনি। পরে সমশেরের হাতের বাঁধন কিছুটা আগলা হলে বাঁধন খুলে বাজারের পাশে মসজিদে গিয়ে মাইকে লোকজন ডাকাডাকি করে সমশের। তার ডাকে লোকজন এগিয়ে আসার আগেই ডাকাতি করে পালিয়ে যায় ডাকাতরা।

পরে লোকজন বাজারে এসে মীম শাড়ি ঘর, লাবিব ফ্যাশন, মহুয়া বস্ত্রালয় ও মিশাল গার্মেন্টসের তালা ভাঙ্গা দেখে ভিতরে গিয়ে দেখতে পায় দোকানগুলোর শাড়ি কাপড়, থ্রী পিচ, লুঙ্গিসহ দামী সকল মালামাল লুট করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানায়, তাদের ৪টি দোকান থেকে প্রায় ৭০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। তারা ঘটনাটি সুষ্ঠ তদন্তের মাধ্যমে ডাকাতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।

এ ব্যাপারে বাজার বনিক সমিতির সভাপতি লাল মিয়া ও সাধারন সম্পাদক শেখ শাজাহান বলেন, কে বা কাহারা রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়েছে সেটি জানিনা। তবে ঘটনাটি যারাই ঘটিয়ে থাকুক প্রশাসনের মাধ্যমে তাদেরকে ধরে সর্বোচ্চ শাস্তি এবং দোকান মালিকদের মালামাল উদ্ধার করার দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ডাকাতি মামলার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন...

গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত 

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি