১০:৪৮ এএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১৪ মাস পর কবর থেকে তোলা হল গার্মেন্টস কর্মীর লাশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে ১৪ মাস ১৩দিন পর পূণরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে আতিকুর রহমান খাজা (২৮) নামের এক গার্মেন্টস কর্মীর লাশ উত্তোলন করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার কাশিল উত্তরপাড়া কবরস্থান থেকে আদালতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুন নাহারের উপস্থিতিতে গার্মেন্টস কর্মীর লাশ উত্তোলন করা হয়। নিহত আতিকুর রহমান উপজেলার কাশিল গ্রামের নুরু মিয়ার ছেলে। 

মামলা ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আতিকুর গাজীপুরের জয়দেবপুর উপজেলার আমবাগ এলাকার ফারুক হোসেনের মালিকানাধীন বাসায় ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। পাশাপাশি স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করছিলেন। দীর্ঘদিন একই বাসায় থাকার কারণে বাসার মালিক ফারুক হোসেনের প্রথম স্ত্রী’র সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি বাসার মালিক ফারুক হোসেনের নজরে আসে। এঘটনায় বাসার মালিক ও গার্মেন্টস কর্মী আতিকুর রহমানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। 

পরে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর ওই বাসা থেকে আতিকুরের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে জয়দেবপুর থানায় ওই বছরের ৯ অক্টোবর বাসার মালিক ফারুক হোসেন ও তার দুই স্ত্রী সাহিদা এবং লাইলী আক্তারের বিরুদ্ধে নিহত আতিকুরের মা বাছাতন বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন। 

নিহতের বোন নুরজাহান বলেন, ‘বাসার মালিক ও তার দুই স্ত্রী মিলে আমার ভাইকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। এঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুন নাহার বলেন, ‘গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে ওই গার্মেন্টস কর্মীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের লাশ পূণরায় ময়নাতদন্ত করা হবে।’

আপনার মন্তব্য লিখুন...

কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি