১০:০৯ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে পিইসি পরিক্ষা দিচ্ছে ৫ প্রতিবন্ধী শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ধনবাড়ী খন্দকার নজরুল ইসলাম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ৫ প্রতিবন্ধী শিক্ষার্থী অংশ নিয়েছে।  এরা সকলেই ধনবাড়ী সরকারী নওয়াব ইনস্টিটিউশন কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।  পরিক্ষায় অংশ নেয়া ৫ প্রতিবন্ধী শিক্ষার্থীর সবাই শারীরিক, মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী।  এরা হলো শাহরিয়ার আহমেদ জয়, মিজানুর রহমান, মো. শহিদ আলী, মোছাঃ তন্নী খাতুন ও বিনা আক্তার।  

শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ জয় বলেন, আমি পড়ালেখা শিখে উচ্চতর ডিগ্রী নিতে চাই।  আমার পরিবার ও সমাজের কল্যাণে নিজেকে সম্পৃক্ত করতে চাই।  কেউ যেন আমাকে প্রতিবন্ধী ভেবে অবজ্ঞা না করে। তন্নী খাতুন ও বিনা আক্তারসহ অন্যারাও সমাজে অবহেলিত না থেকে পড়ালেখা করে দেশের সু-নাগরিক হতে চায়। 

ধনবাড়ী খন্দকার নজরুল ইসলাম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুয়ারা খাতুন বলেন, বিগত বছরগুলোতে আমার বিদ্যালয়ে এ প্রতিবন্ধী শিক্ষার্থীরা নিয়মিত পড়াশুনা করেছে। তারা সকলেই ভালো ফলাফল করবে বলে আমি আশাবাদী। 

ধনবাড়ী খন্দকার নজরুল ইসলাম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খন্দকার মোস্তাফিজুল ইসলাম জীবন বলেন, তাদের প্রতি যদি সমাজের সকলেই সহানুভুতিশীল আচারণ কারে তাহলে তারা পাড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হতে পারবে। তাদেরকে কেউ প্রতিবন্ধী বলে অবজ্ঞা করতে পারবে না। এছাড়াও অভিভাবকদের ভাল চিকিৎসা সেবা দেয়ার ব্যাপারে পরামর্শ দেয়া হয়েছে। অনেকেই আর্থিক অস্বচ্ছলতার কারণে চিকিৎসা সেবা নিতে পারছে না। বিদ্যালয় থেকে আর্থিক ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ধনবাড়ী সরকারী নওয়াব ইনস্টিটিউশন পরিক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শামিমা জাহান শারমিন বলেন, একই বিদ্যালয়ের ৫ প্রতবন্ধী শিক্ষার্থী পিইসি পরীক্ষা দিচ্ছে। তারা প্রত্যেকেই ভালোভাবে পাশ করবে বলে আমি আশাবাদী। তাদেরকে নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময়সহ অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে ধনবাড়ী উপজলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দকা বলেন, উপজেলার একটি প্রতিবন্ধী বিদ্যালয় থেকে এবার ৫ প্রতিবন্ধী শিক্ষার্থী পিইসি পরিক্ষঅয় অংশ নিচ্ছে জেনে আমি খুবই আন্দদিত। বিষয়টি আমাকেসহ কেন্দ্রের অন্যদেরকেও হতবাক করেছে। তারা লেখাপড়া শিখে স্বাবলম্বী হবে এমনটাই আশা করছি।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি