০৪:৫২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নদীতে পড়ে নিখোঁজ শিশুর সন্ধান মিলেনি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে নানীর সাথে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুইদিন অতিবাহিত হলেও রব্বানী (৫) নামের শিশুটির সন্ধান পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার পলশিয়া গ্রামের যমুনা নদীতে নানীর সাথে গোসল করতে যায় শিশুটি। 

শিশু রব্বানী টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুরপাড়া এলাকার হাবিল উদ্দিনের ছেলে এবং উপজেলার পলশিয়া গ্রামের আব্দুল মান্নানের নাতী। 

শনিবার (৯ নভেম্বর) দুপুর পর্যন্ত পলশিয়ার যমুনা নদীতে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরী দল শিশুটির কোন খোঁজ পায়নি। এরআগে শুক্রবার রাত ১০টা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন। 

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে তার নানীর সাথে যমুনা নদীতে গোসল করতে যায় রব্বানী। 

গোসলের এক পর্যায়ে তার নানীর অগোচরে রব্বানী পানিতে পড়ে ডুবে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসকে অবহিত করে। 

পরে ভূঞাপুর ফায়ার সার্ভিসের কোন ডুবুরী না থাকায় ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে অবহিত করা হয়।  

শুক্রবার ফায়ার সার্ভিসের ডুবুরী দল রাত ১০টা পর্যন্ত যমুনা নদীতে তল্লাশী করে শিশু রব্বানী কে উদ্ধার করতে না পেরে ফিরে যায়। 

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরী দলের লিডার আতাউর রহমান জানান, যমুনা নদীতে ২৫ ফুট পানির নিচে পর্যন্ত গিয়ে তল্লাশী চালানো হয়েছে কিন্তু শিশুটির কোন সন্ধান পাওয়া যায়নি। 

পানির গভীরতার আরো বেশী থাকায় তলদেশ পর্যন্ত গিয়ে তল্লাশী করা সম্ভব হয়নি। 

এছাড়া নদীতে তীব্র স্রোত থাকায় তল্লাশী কাজে বিঘ্ন ঘটছে।  দুই একদিনের মধ্যে মধ্যে শিশুর মরদেহ ঘটনাস্থলের ১কিলোমিটার ভাটিতে ভেসে উঠার সম্ভাবনা রয়েছে।

ভূঞাপুর সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন জানান, নিখোঁজ রব্বানীকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েও উদ্ধার করা যায়নি।

আপনার মন্তব্য লিখুন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি