০৮:৪৪ পিএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিক্ষা অফিসে আগুন, হাজার শিক্ষকের সার্ভিস বই পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা শিক্ষা অফিসে আগুন লেগে ১৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষকের সার্ভিস বইসহ বিভিন্ন আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। 

এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। শুক্রবার ভোর ৫ টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রৌহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন জানান, আমার বাসা দক্ষিণ বেতডোবা হওয়ায় প্রতিদিনের ন্যায় আজকেও ফজরের নামাজ আদায় করার জন্য উপজেলা শিক্ষা অফিস সংলগ্ন কোর্ট মসজিদে যাওয়ার সময় অফিসের দোতলায় আগুনের কালো ধোয়া দেখতে পাই এবং সাথে সাথে শিক্ষা অফিসের কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসকে অবহিত করলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল আওয়াল জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত অফিসে এসে ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতে পারলাম বৈদ্যুতিক শর্ট সার্কিটে অফিসের দোতলায় মাঝখানের রুমে আগুন লেগেছে। 

সেই রুমে থাকা ১টি প্রিন্টার, ৩টি টেবিল, ৮টি চেয়ার, ১টি দরজা, ২টি জানালা, ৫টি আলমাড়ী, ৩টি তাক ও ২টি ফ্যানসহ ১৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষকের সার্ভিস বই আগুনে পুড়ে ছাই হয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 

তিনি আরো জানান, সার্ভিস বইয়ের যে ক্ষতি এটা অর্থ দিয়ে পরিমাপ করা যাবে না। এটা অকল্পনীয় ক্ষতি এজন্য আমাদের অমানবিক-অমানুষিক কষ্ট হবে এবং এটা পূনরায় লেখার জন্য অনেক খরচ হয়ে যাবে। 

আমরা শিক্ষকদের বলেছি নীতিমালা ও বিধি মোতাবেক এই সার্ভিস বই গুলো লেখার ব্যবস্থা করবো।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম জানান, ভোর ৬ টার দিকে আগুন লাগার সংবাদ পাই এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। 

আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগে এবং আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে ও আনুমানিক ৪ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

‘ফসলের নিবিড়তা ও উৎপাদন বাড়াতে কাজ করা হচ্ছে’ গোপালপুরে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক  টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলা সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির নেতা-নেত্রী বহ গোপালপুরে জিপিএ ৫ পেয়ে চমকে দিলো জমজ দুই ভাই মির্জাপুরে সাপের কামড়ে ২ গৃহবধুর মৃত্যু টাঙ্গাইলে ৪৮তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত নাগরপুরে হেভিওয়েট প্রার্থী না থাকায় জমেনি উপজেলা নির্বা পৌলী নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় ৩ জনকে কারাদণ্ড রোগী দেখে জরিমানা গুণলেন ওষুধ বিক্রেতা মাসিক কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বিষয়ক (ইডিজি মাভাবিপ্রবিতে জালালাবাদ এসোসিয়েশন সভাপতি অয়ন-সম্পাদক নাগরপুরে কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রচারণায় এগিয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি