১২:৩০ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার বেহালদশা

সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাটু পানি, চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১০ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

ধনবাড়ী পৌরসভার জলবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন রাস্তায় নোংড়া ও ময়লা-আর্বজনায় পানিতে ভেসে যায় এবং জলবদ্ধাতার সৃষ্টি হয়। নামেমাত্র ড্রেনেজ ব্যবস্থা থাকলেও রক্ষনাবেক্ষণের অভাবে এগুলো কোন কাজেই আসে না। 

সরেজমিনে গতকাল বুধবার দেখা যায়, ধনবাড়ী পৌর শহরের নওয়াব বাড়ী রোড, ঈদগা রোড, গ্রামীণ ব্যাংক রোড ও পৌরসভা রোড়সহ অন্যান্য রোডে কোন ডাস্টবিন না থাকায় আশেপাশের বাসা-বাড়ী, দোকানপাট ও পথচারীদের ব্যবহৃত নোংড়া আর্বজনায় ড্রেনগুলো ভরে গেছে। রাস্তার দুই পাশে বাড়ী-ঘর তৈরীর নির্মাণ সামগ্রী রাখায় রাস্তাও সরু হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই নোংড়া পানি সড়কে উপর দিয়ে গড়িয়ে য়ায়। আবার বাসা-বাড়ীর অনেকেই পয়ঃনিস্কাশনের পাইপ লাইনের সংযোগও দিয়েছেন ড্রেনগুলোতে। বৃষ্টি হলে এ সব রাস্তায় চলাচল কঠিন হয়ে পড়ে। বিশেষ করে স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীদের।

স্থানীয় সরকারী নওয়াব ইনস্টিটিউশনের নবম শ্রেণির শিক্ষার্থী আফসানা আক্তার রিতু জানান, ময়লা-আর্বজনাগুলো যেন না ফেলে এ রাস্তায়। একটা ডাস্টবিনের ব্যবস্থা করা উচিত।
সাকিনা মোমরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির শিক্ষার্থী চামেলী আক্তার বলেন, বৃষ্টি হলে এ রাস্তায় আমাদের স্কুলে যাওয়া খুবই কষ্ট হয়। দুর্গন্ধজনিত বৃষ্টির পানি যেন না থাকে রাস্তায় তার ব্যবস্থা করা।

স্থানীয় বাসিন্দা শাহদত হোসেন জানান, সামান্য বৃষ্টিতেই এ রাস্তায় পানি জমে যায়। চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ময়লা পানি সড়কে উপর ভাসে। দুর্গন্ধ ছড়ায়। এতে করে আমাদের চলাচলে খুবই সমস্যা হয়।  এ ড্রেনগুলো সংস্কার করা খুবই জরুরী।

এ ব্যপারে ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন জানান, এ সব রাস্তার ট্রেন্ডার হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।    


 

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি