১২:৫৩ এএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে স্বজন গ্রুপের উদ্যোগে

নারী নেতৃত্বাধীন স্বায়ী কমিটির সদস্যদের ভূমিকা নিয়ে ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরের ‘অরণখোলা ও আউশনারা ইউনিয়ন পরিষদের নারী নেতৃত্বাধীন স্বায়ী কমিটিসমূহের সদস্যদের ভূমিকা’ শীষক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জলছত্র শান্তি নিকেতন-এ সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’ র সহযোগী সংগঠন স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন)’র উদ্যোগে এ ওরিয়েন্টেশন হয়।

টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় ওরিয়েন্টেশন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন সনাক সভাপতি মো: বজলুর রশিদ খান। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন ইদিলপুরের স্বজন সমন্বয়ক অনুরাধা গাগ্রা। সনাক ও টিআইবি’র কার্যক্রম ও পরিচিতি তুলে ধরেন সনাক সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম। 

এসময় আরো বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি মো: আব্দুল মালেক ও জলছত্রের স্বজন সমন্বয়ক অজয় এ. মৃ।

ময়মনসিংহ ক্লাস্টারের দায়িত্বে নিয়োজিত টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার চিত্ত রঞ্জন রায় এর ফ্যাসিলিটেশনে ‘ইউনিয়ন পরিষদের নারী নেতৃত্বাধীন স্থায়ী কমিটিসমূহের সদস্যদের ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় ইউনিয়ন পরিষদ পরিচালনা, স্থায়ী কমিটি, স্থায়ী কমিটির সভা ও সভায় সদস্যদের দায়িত্ব, নারী নেতৃত্বাধীন স্থায়ী কমিটিসমূহের গঠন ও কার্যাবলী, ওয়ার্ড সভা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির বিধিবিধান তুলে ধরে বলেন,অনেক ক্ষেত্রেই দেখা যায় ইউনিয়ন পরিষদগুলোতে স্থায়ী কমিটিগুলো যথাযথভাবে গঠন হয় না।  আবার গঠন হলেও সেইসব কমিটি কার্যকরভাবে ভূমিকা রাখতে পারেনা। অনেক সদস্য আছেন যারা জানেনই না যে, তিনি পরিষদের স্থায়ী কমিটি’র সদস্য হিসেবে যুক্ত আছেন। ফলে সেই সদস্য দায়িত্ব পালন করার সূযোগ পাননা। 

এসময় তিনিসংশ্লিষ্ট বিষয়ে বেশ কিছুসুপারিশ তুলে ধরে বলেন, ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজন, নারী পুরুষের উভয়ের কার্যকর অংশগ্রহণ। তাই স্থায়ী কমিটিগুলো সরকারি প্রজ্ঞাপন অনুযায়ি গঠন হওয়া প্রয়োজন এবং তাদের নিয়মিত বৈঠক হওয়া প্রয়োজন। ফলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে একদিকে যেমন তারা তাদের দায়িত্ব যথাযথভাবেপালন করতে পারবে অপরদিকে স্থানীয় নাগরিকদের সম্পৃক্ততা ও পরিষদের সেবার মানবৃদ্ধিতে ভূমিকা রাখার সূযোগ সৃষ্টি হবে। 

ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশগ্রহণকারী সদস্যগণ নারী সদস্য হিসেবে দায়িত্ব পালনে সম্ভাব্য চ্যালেঞ্জসমূহ তুলে ধরে এসময় না জানার দরুন অনেক ক্ষেত্রেই সঠিক ভূমিকা রাখতে না পারার বিষয়ে একমত হয়ে আগামী যথাযথভাবে দায়িত্ব পালন করবেন বলে অঙ্গীকার করেন এবং সনাক ও স্বজনের এধরনের উদ্যোগকে স্বাগত জানান। 

কর্মসূচিতে এসময় ‘অরণখোলা ও আউশনারা ইউনিয়ূন পরিষদের নারী নেতৃত্বাধীন স্বায়ী কমিটি’র ২৯জন সদস্য অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য লিখুন...

মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি