১১:১০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নুসরাত হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৩ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের বিচারের দাবিতে জেলার বিভিন্নস্থানে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা টাঙ্গাইল শহরের নিরালা মোড়ের শহীদ মিনারের সামনে এক মানববন্ধনের আয়োজন করে।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন উদিচী টাঙ্গাইলের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল্লাহ, সরকারি সা’দত কলেজের শিক্ষার্থী নাজমুল ফকির, মোরসেদ, সোহানা, রাশেল রানা, সাইফুল্লাহ হায়দার, সখীপুর মহিলা কলেজের শিক্ষার্থী বিথি, সরকারি এমএম আলী কলেজের শিক্ষার্থী ফরিদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এছাড়া ঘটনার সঙ্গে জডিত সকল আসামীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। 

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অনেকেই খালি গায়ে নুসরাত হত্যার প্রতিবাদ জানান। 

অপরদিকে টাঙ্গাইলের ধনবাড়ীতে নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে শনিবার সকালে ধনবাড়ী বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বেসরকারী সংস্থা নিজেরা করি ও ধনবাড়ী উপজেলা ভূমিহীন সমিতি এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন  করে।  

মানববন্ধন বক্তব্য রাখেনÑ ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, নিজেরা করি‘র ঢাকা বিভাগীয় সংগঠক আফরোজা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লিনা, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মাহমুদা খাতুন, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, নিজেরা করি‘র মধুপুর অঞ্চল সমন্বয়ক আমজাদ হোসেন আকন্দ,  উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি কাজী আওলাদুজ্জামান আদর, ভূমিহীন নেতা শামছুল হুদা, উপজেলা মানবাধিকার বাস্তাবায়ন সংস্থার সভাপতি আব্দুল্লাহ আবু এহসান, উপজেলা জাপার সভাপতি কবি জীবন মাহমুদ শক্তি, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকল, উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি কছিম উদ্দিন প্রমুখ।

এর আগে গতকাল শুক্রবার বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে নুসরাত আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় গেলে মুখোশ পরা চার-পাঁচজন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। নুসরাত অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যায়।

আপনার মন্তব্য লিখুন...

মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি