০৩:৩৬ পিএম | টাঙ্গাইল, শনিবার, ১৮ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীর নৌকার প্রার্থীর বিশাল মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল কালিহাতী উপজেলা চেয়ারম্যান পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদারের বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার কালিহাতী বাসস্ট্যান্ড চত্ত্বরে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।

মঙ্গলবার দুপুর থেকেই সারা উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা দলে দলে কালিহাতী বাসস্ট্যান্ড চত্বরে উপস্থিত হন। পরে সেখানে দুই সহ¯্রাধিক নেতাকর্মীর একটি বিশাল মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিচারপতি আবু সাঈদ চৌধুরী সড়কের মোড়ে সমবেত হন।

সমাবেশে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নুরুল আলম খসরু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক স্বপন সিদ্দিকী, পাইকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রামাণিক, সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী, প্যানেল মেয়র সুকুমার ঘোষ ও শরিফুল ইসলাম তালুকদার, শ্রমিক নেতা ওয়ারেছুল ইসলাম সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক লীগের সহ-সভাপতি জমির উদ্দিন আমিরী, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু মোহাম্মদ জিন্নাহ্, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহম্মেদ রাজু, উপজেলা আওয়ামী লীগের সদস্য রোকন উদ্দিন মাষ্টার, মোশারফ হোসেন মুছা, শিখা রাণী ও ডলি বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আফাজ উদ্দিন, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মোল্লা, এলেঙ্গা পৌরসভার কাউন্সিলর বরকত আলী ও বাবুল খান, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সামাদ, বল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাখখারুল ইসলাম, বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুরমুজ আলী তালুকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদ তালুকদার, গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিকী, দশকিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হান তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাঈন উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, জেলা যুবলীগের সহ-সম্পাদক মোশারফ হোসেন মুছা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ সিদ্দিকী পলাশ, এলেঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল হোসেনসহ দুই সহ¯্রাধিক নেতাকর্মী।

উল্লেখ্য, আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে কালিহাতীসহ টাঙ্গাইলে ১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আপনার মন্তব্য লিখুন...

ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী ভূঞাপুরে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত  কালিহাতীতে বজ্রপাতে দুই ভাই নিহত ভূঞাপুরে হেলিকপ্টার প্রতিকের কর্মীসমর্থকের উপর হামলার অ দুধ দিয়ে গোসল করে ঘরে উঠলেন নাবিক সাব্বির কারিগরি শিক্ষা বোর্ড সারাদেশে দ্বিতীয় টাঙ্গাইলের জুথী  ‘ফসলের নিবিড়তা ও উৎপাদন বাড়াতে কাজ করা হচ্ছে’ গোপালপুরে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক  টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলা সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির নেতা-নেত্রী বহ গোপালপুরে জিপিএ ৫ পেয়ে চমকে দিলো জমজ দুই ভাই মির্জাপুরে সাপের কামড়ে ২ গৃহবধুর মৃত্যু টাঙ্গাইলে ৪৮তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত নাগরপুরে হেভিওয়েট প্রার্থী না থাকায় জমেনি উপজেলা নির্বা পৌলী নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় ৩ জনকে কারাদণ্ড

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি