১২:৩৫ পিএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আটকে আছে বাস ক্রয়ের ফাইল

শিক্ষকদের এসি বাসেই চলাচল করবে মাভাবিপ্রবি’র কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল (ডি.পি.পি) অনুযায়ী মিনিবাসে শিক্ষকদের সাথে চলাচলের সিদ্ধান্ত নিয়েছে কর্মকর্তারা।

সোমবার মাভাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সামনে অনুষ্ঠিত এক জরুরী সভার সিদ্ধান্তের মাধ্যমে কর্মকর্তারা বিকাল ৫ টার মিনিবাসগুলোতে শিক্ষকদের সাথে চলাচল শুরু করে।

সভায় কর্মকর্তারা জানান, দীর্ঘদিন পর্যন্ত তারা পরিবহন সংকটে ভুগছেন। বিশ্ববিদ্যালয় প্রসাশনকে লিখিত ও মৌখিকভাবে অনেকবার বলা হলেও এখন পর্যন্ত কোন সমাধান দিতে পারেনি। কর্মকর্তাদের দাড়িয়ে অথবা ইঞ্জিন সিটে বসে অফিসে যাতায়াত করতে হয়। অথচ ডি.পি.পি অনুযায়ী এসি মিনিবাসগুলো শিক্ষক-কর্মকর্তা উভয়ের জন্যই বরাদ্দকৃত। ভাইস চ্যান্সেলরের কাছ থেকে দুইটি বাস ক্রয়ের অনুমোদন থাকলেও শিক্ষকরা তাতে বাধা সৃষ্টি করছে। এজন্য তারা বাধ্য হয়ে বাসে শিক্ষকদের সাথে চলাচলের সিদ্ধান্ত নিয়েছে।

ভাইস চ্যান্সেলরের অনুমোদন দেয়ার পরেও পরিবহন পরিচালক টেন্ডার না দিয়ে ৪ মাস ফাইল আটকে রাখায় গত ২৭ ফেব্রুয়ারি পরিবহন পরিচালক সহযোগী অধ্যাপক ধনেশ্বর চন্দ্র সরকারের সাথে অফিসার্স এসোসিয়েশনের নেতারা কথা বলতে গেলে তাদের সাথে অসৌজন্য মুলক আচরন করে বলে জানা যায়।   

এতে কর্মকর্তারা ক্ষীপ্ত হয়ে প্রায় ৩ ঘন্টা পরিবহন পরিচালককে অবরুদ্ধ করে রাখে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বস্ত করলে পরিবহন পরিচালককে ছেড়ে দেয়া হয়। 

এ ঘটনায় পরিবহন পরিচালক রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানা যায়।

বাসে শিক্ষকদের সাথে চলাচলের ব্যাপারে মাভাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মফিজুল ইসলাম মজনু বলেন, আমরা কর্মকর্তারা দীর্ঘদিন ভোগান্তির শিকার হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রসাশনকে বারবার অবগত করার পরেও কোন সমাধান দিতে পারেনি। কর্মকর্তাদের জন্য এসি গাড়ি ক্রয় না হওয়া পর্যন্ত আমরা বাসে শিক্ষকদের সাথে চলাচল করব বলে জরুরী সভায় সিদ্ধান্ত নিয়েছি।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি