০৩:৫০ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সোনার বাংলা গড়তে হলে সোনার ছেলে গড়তে হবে-কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে সোনার বাংলা গড়তে হলে সোনার ছেলে গড়তে হবে। দেশের উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। তাই বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। শিক্ষার প্রতি সরকার যেমন গুরুত্ব দিয়েছে তেমনি এদেশের মানুষও আগ্রহী হয়ে উঠেছে। সত্যিকারের শিক্ষায় ছেলে-মেয়েদের শিক্ষিত করতে সকল অভিভাবকই এখন সচেতন।

শনিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মিলনায়তনে শাইয়ান ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি প্রশাসন ও শিক্ষকদের হুশিয়ার করে বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। পরীক্ষায় নকল করার প্রবনতা বন্ধ করতে হবে। কোন ক্রমেই নকল গ্রহণযোগ্য নয়। পরীক্ষায় নকল বন্ধ না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

শাইয়ান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক ড. আছাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা আবুজর গিফারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শিরিন আখতার বানু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, শাইয়ান ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা প্রফেসর ড. হাসনীন জাহান, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, ধনবাড়ী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, ধনবাড়ী কিন্ডার গার্ডেন এসোশিয়েশনের সভাপতি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খন্দকার সামছুদ্দিন লাকি ও নিলুফার ইয়াসমিন নীলা।

এসময় ৩ ক্যাটাগরিতে মেধাবী শিক্ষার্থী, সেরা শিক্ষক এবং সেরা প্রতিষ্ঠানকে এ বৃত্তি ও সম্মাননা দেয়া হয়।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি