০৬:১০ এএম | টাঙ্গাইল, রোববার, ৫ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিখোঁজ আক্কাছ আলীকে ফিরেপেতে পরিবারের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে অপহৃত সৌদি প্রবাসী ব্যবসায়ী আক্কাছ আলীকে জীবিত ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর পরিবার। 

শুক্রবার সকালে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন আক্কাছের বাবা জবেদ আলী। এ সময় তিনি তার সন্তানকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনের প্রবাসী ব্যবসায়ী আক্কাছ আলীর পিতা জাবেদ আলী লিখিত বক্তব্যে আরো বলেন, তার ছেলে অপহরণের ১ মাস ৭দিন পেরিয়ে গেলেও পুলিশ আজও তাকে উদ্ধার করতে পারেনি। তিনি তার ছেলেকে জীবিত ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তিনি জানান, সৌদি আরবে আক্কাছ আলী ব্যবসা করেন। সম্প্রতি বিয়ে করার জন্য ছুটিতে দেশে আসেন তিনি। কিন্তু বিয়ের বাজারও করা হলো না তার বলে বারবার মুর্ছা যাচ্ছিলেন বাবা জাবেদ আলী।
 
জানাতে চাইলে টাঙ্গাইল মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, আক্কাছ আলী অপহরণের ব্যাপারে মোবাইল ট্যাকিং করে সিলেট মৌলভী বাজার বড়লেখা থানার একজন মহিলাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও আক্কাছ আলীকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।

উল্লেখ, গত ২৬ জুন আক্কাছ মিয়া নিজ বাড়ী সখীপুর উপজেলার কৈয়ামধু থেকে বন্ধুর বাড়ী দেলদুয়ারের বরটিয়া গ্রামের এসাক মিয়ার বাড়ী যায়। পরে তিনি সেখানে পৌছানোর পর নিখোঁজ হয়। নিখোঁজ আক্কাছকে অপহরন করা হয়েছে বলে পরিবারের দাবী। নিখোঁজের ৪দিন পর একটি মোবাইল নম্বর থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। 

পরে টাঙ্গাইল মডেল থানার পুলিশের পরামর্শক্রমে ৪০ হাজার টাকা বিকাশ করা হয়। পরে বিকাশ নম্বরের সুত্র ধরে সিলেটের বড় লেখা থানার মৌলভী বাজার এলাকার রাজিয়া সুলতানা নামে একজন মহিলাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কিন্ত আক্কাছ আলী অপহরণের একমাস সাতদিন অতিবাহিত হলেও আজও আক্কাছ আলী উদ্ধার না হওয়ায় তার পরিবার শংকায় রয়েছেন। 

সংবাদ সম্মেলনে সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার সাধারণ সম্পাদক এনামুল হকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও নিখোঁজ আক্কাছ আলীর পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।


 

আপনার মন্তব্য লিখুন...

মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে এমপি শুভর নলকুপ স্থা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু 

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি